Ajker Patrika

বয়স্ক ভোটারদের ইভিএমভীতি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বয়স্ক ভোটারদের ইভিএমভীতি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে  কেন্দ্র করে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় উপজেলা সরগরম। তবে ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে শঙ্কিত অধিকাংশ ভোটার। বিশেষ করে বয়স্ক ভোটারেরা এতে বেশি শঙ্কিত বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রার্থীরা ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। চায়ের স্টল থেকে শুরু করে হাটে, মাঠে সবখানে এখন শুধু নির্বাচন নিয়েই আলোচনা-সমালোচনা। এদিকে পছন্দের প্রার্থী নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন সমর্থকেরাও।

তবে প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি শঙ্কা দুর করতে ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে ভোটারদের বোঝানোসহ স্মার্টফোনে ইউটিউব থেকে ইভিএমে ভোটদান পদ্ধতি ডাউনলোড করে শেখানোর চেষ্টা করছেন। এরপরেও নিরক্ষর, মধ্যবয়স্ক ও বৃদ্ধ নারী ও পুরুষ ভোটারেরা মেশিনে ভোট দেওয়া নিয়ে শঙ্কিত। যদিও উপজেলা নির্বাচন  কমিশনের পক্ষ থেকে প্রতি গ্রামে গিয়ে নির্বাচনের দুদিন আগে শঙ্কিত ভোটারদের ইভিএমে ভোটদান পদ্ধতি শেখানো হবে।

এর পরেও হাট বাজারের চায়ের স্টলগুলোতে ভোটারদের শঙ্কা প্রকাশ করতে দেখা গেছে। তবে শত শঙ্কা থাকলেও ভোটারদের মাঝে আনন্দ বিরাজ করছে। কারণ তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ভোটাররা সরকারকে ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উপজেলার সৈয়দাবাদ গ্রামের শতবর্ষী ছিদ্দিক হাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আগে আমরা ব্যালটে সিল মেরে ভোট দিয়েছি। এখন শুনছি মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ছেলেরা মোবাইলে দেখিয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হবে। এরপরেও ভেতরে ভয় কাজ করছে শুদ্ধভাবে মেশিনে টিপ দিতে পারবো কিনা।’

এ ছাড়া গ্রামের প্রবীণ আবদুল হাই, আবদুল অহিদসহ বেশ কয়েকজন মুরব্বি এই শঙ্কা প্রকাশ করেন।

বাদৈর গ্রামের প্রবীণ নেছা একই শঙ্কা প্রকাশ করে বলেন, জন্মেও শুনি নাই মেশিনে ভোট দেওয়া যায়। ব্যালটে সিলের বদলে এখন মেশিনের মাধ্যমে ভোট দিতে হবে। শুনে ভালোই লাগছে কিন্তু কীভাবে ভোট দিতে হবে তাতো জানি না। ইভিএম নিয়ে শঙ্কা থাকলেও নাতিরে নিয়ে ভোট দিতে যাবেন বলে আনন্দ প্রকাশ করেন তিনি।

উপজেলা নির্বাচন কমিশনার জাসিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া নিয়ে শঙ্কার কারণ নাই। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের পক্ষ থেকে নির্বাচনের দুদিন আগে ৭টি ইউপিতে মক ভোটিংয়ের মাধ্যমে ইভিএম মেশিনে ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত