Ajker Patrika

‘মেঘের কপাট’ চলচ্চিত্রের যাত্রা শুরু

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৮: ৫১
‘মেঘের কপাট’ চলচ্চিত্রের যাত্রা শুরু

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ওয়ালিদ আহমেদের নতুন ছবির। নাম ‘মেঘের কপাট’। প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে ৮ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে ‘লা ভিঞ্চি’ হোটেলের বলরুমে হয়ে গেল ছবির শুভসূচনা। উপস্থিত ছিলেন মেঘের কপাট ছবির গল্প রচয়িতা ও প্রযোজক অধ্যাপক আফরোজা মোমেন, পরিচালক ওয়ালিদ আহমেদ, অভিনেতা রাকিব হোসেইন ইভনসহ ছবির শিল্পী ও কলাকুশলীরা। মেঘের কপাট ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ইভন। ছবির গান লিখেছেন ওয়ালিদ আহমেদ, সুর-সংগীত পরিচালনা করেছেন ভারতের রূপঙ্কর বাগচী।

অনুষ্ঠানে জানানো হয়, আফরোজা মোমেনের গল্পে নির্মিত চলচ্চিত্রটি ওয়ালিদ আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘লিভ ফর লাইফ’ নামের একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। ছবির নায়ক একজন ভারতীয় অভিনেতা, নায়িকা যুক্তরাষ্ট্রের। ইতিমধ্যেই ছবির বেশ কিছু অংশের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু করোনার কারণে থেমে আছে বাকি অংশের কাজ।

অভিনেতা ইভনের এটি তৃতীয় চলচ্চিত্র। এর আগে সরকারি অনুদানপ্রাপ্ত ‘একটি না বলা গল্প’ এবং ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ-এর ‘কুহেলিকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি টিভি বিজ্ঞাপন ও মঞ্চনাটকেও নিয়মিত কাজ করছেন তিনি।

মেঘের কপাট ছবির গল্পকার ও প্রযোজক আফরোজা মোমেন একজন চিকিৎসক। লেখালেখির পাশাপাশি নিয়মিত গান করেন।

পরিচালক ওয়ালিদ আহমেদ জানান, ‘একেবারেই এই সময়ের সাধারণ ঘটনার অসাধারণ একটি গল্প মেঘের কপাট। আমরা তথাকথিত নায়ক-নায়িকার ওপর জোর না দিয়ে ছবির নির্মাণ, অভিনয়, সংগীত আর গল্পের ওপর জোর দিচ্ছি। ঢাকার পাশাপাশি সিলেটের মনোরম প্রকৃতির মধ্যে শুটিং হবে। করোনা কিংবা বড় রকমের কোনো বিপর্যয় না হলে এ বছরের শেষ নাগাদ ছবিটি মুক্তি দেওয়া হবে। হল বন্ধ থাকলে ওটিটিতেই মুক্তি দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত