Ajker Patrika

২৫ বছর পর মঞ্চে আজিজুল হাকিম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ৫১
২৫ বছর পর মঞ্চে আজিজুল হাকিম

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় মঞ্চে এল নাটক ‘অনন্তযাত্রা’। ঢাকা থিয়েটার, আরণ্যক, থিয়েটার আরামবাগ, দেশ নাটক, প্রাঙ্গণেমোর, পালাকারসহ বেশ কয়েকটি দলের প্রায় ১৭ জন সদস্য অভিনয় করছেন এ নাটকে। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন মাসুম রেজা। এ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে প্রায় ২৫ বছর পর মঞ্চে ফিরলেন আজিজুল হাকিম।

আজিজুল হাকিম বলেন, ‘২৫ বছর আগে আরণ্যকের “জয়জয়ন্তি” ও “ওরা কদম আলী” নাটকে সর্বশেষ অভিনয় করেছি। সেই অর্থ “অনন্তযাত্রা”র মাধ্যমে মঞ্চে নতুন করে ফেরা। ভালো লাগছে খুব। ভাবছি আবার নিয়মিত হব মঞ্চে। ঐতিহাসিক একটি নাটকের মাধ্যমে মঞ্চে ফিরতে পেরে আমি মাসুম রেজার কাছে কৃতজ্ঞ।’

মাসুম রেজা বলেন, ‘আমাদের সম্পর্ক অনেক পুরোনো। সেই টিএসসির সময় থেকে। সব সময়ই মনে হতো আজিজুল হাকিমের মতো অভিনেতাকে মঞ্চে ফিরিয়ে আনতে পারলে আমারও ভালো লাগবে। এবার সুযোগটা কাজে লাগিয়েছি। শুধু আজিজুল হাকিম নয়, এই নাটক দিয়ে অনেক বছর পর মঞ্চে অভিনয় করছেন মুনিরা ইউসুফ মেমী ও কামাল বায়েজিদ।’

গতকাল উদ্বোধনী মঞ্চায়নের পর আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে ‘অনন্তযাত্রা’র প্রদর্শনী রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত