Ajker Patrika

গঙ্গাচড়ায় কর্মী গোছাতে তোড়জোড় প্রার্থীদের

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ৪৬
গঙ্গাচড়ায় কর্মী গোছাতে তোড়জোড় প্রার্থীদের

গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রচারের কাজ জোরদার করতে যাচ্ছেন। এখন তাঁরা ভোটের মাঠে এগিয়ে থাকতে কর্মী বাহিনী গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গঙ্গাচড়ার ৯টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। এতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগ্রহীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে ২৯ নভেম্বর। তাঁদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর। তাই আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে চলছে কর্মী সংগ্রহের কাজ।

উপজেলায় চেয়ারম্যান পদে ৫২ জনের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নয়জন করে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাত, জাসদ ও ওয়ার্কার্স পার্টির একজন করে এবং স্বতন্ত্র ২৫ প্রার্থী রয়েছেন।

কোলকোন্দ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব আলী রাজু বলেন, ‘বাছাইপর্ব শেষ। ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হলে ভালোভাবে নির্বাচনের কাজে নামব। এখন ওয়ার্ড ও গ্রাম থেকে নির্বাচনী কর্মী বেছে বের করতে শুরু করেছি। গত পাঁচটি বছর আমি জনগণের সুখে-দুঃখে তাঁদের পাশে থেকেছি। সে দিক বিচার করলে জনগণ আমাকেই ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।’

একই কথা শোনা গেল গঙ্গাচড়া সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আল সুমন আব্দুল্লাহর মুখে। তিনি বলেন, ‘এলাকার লোক গত ইউপি নির্বাচনে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি ইউনিয়নে পরিচিত মুখ। এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আশা করি, ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ভোটাররা আমাকে বেছে নেবে এবং ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবে।’

সদর ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহফুজার রহমান দুলুও বলেন, ‘আমি গঙ্গাচড়া ইউনিয়নে পরিচিত মুখ। এ ইউনিয়নের মানুষ আমাকে ভালোবাসে। তাই তাঁরা আমাকে ভোট দেবে।’

উপজেলার বিভিন্ন এলাকার ভোটারের সঙ্গে কথা জানা গেছে, এবারের নির্বাচনে বেতগাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর লড়াই হবে। কোলকোন্দ ইউনিয়নে দ্বিমুখী লড়াইয়ে থাকবেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী।

বড়বিল ইউনিয়নে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থীর মধ্যে হবে মূল লড়াই। গঙ্গাচড়া সদর ইউনিয়নে ত্রিমুখী লড়াই হবে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকা বর্তমান চেয়ারম্যানের মধ্যে।

লক্ষ্মীটারী ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদুজ্জামান মাবুর দ্বিমুখী লড়াই হবে। গজঘণ্টা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে থাকছেন জাতীয় পার্টি ও এক স্বতন্ত্র প্রার্থী।

মর্ণেয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমানের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে থাকবেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী। আলমবিদিতর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী সাজু ও মোকাররম হোসেন সুজনের লড়াই হবে। নোহালী ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী।

ভোটাররা বলছেন, তাঁরা সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দেবেন। যাঁরা ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন করবেন তাঁরাই ভোট পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত