Ajker Patrika

জামানত নেই ৭২ জনের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ০৬
জামানত নেই ৭২ জনের

তৃতীয় ধাপে গত রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নওগাঁর মান্দায় ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫ জন ও নাটোরের লালপুরে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধান অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ শতাংশের কম ­ভোট পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

মান্দা: ১৪ ইউপিতে চেয়ারম্যান পদে ৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৪৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে জানা গেছে, মৈনম ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সামন্ত কুমার সরকারসহ জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন জাতীয় পার্টির পাঁচজন, সিপিবির তিনজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন চেয়ারম্যান প্রার্থী।

জামানত হারানো প্রার্থীরা হলেন ভারশোঁ ইউপিতে আল মামুন শাহিন, তুহিন আলী, মামুনুর রশিদ ও মন্টু সোনার, ভালইন ইউপিতে ইয়াছিন আলী, রওশন আলী মণ্ডল ও শরিফুল ইসলাম বাবু, পরানপুরে হোসেন মো. আব্দুল গাফফার, মান্দা ইউপিতে এজাজ আহমেদ হিন্দোল, নুর মোহাম্মদ মেহেদী, আলমগীর হোসেন, মোতাহার হোসেন বাবলু ও শহীদুল ইসলাম বেলাল, গনেশপুর ইউপিতে এবি সিদ্দিক ও এমদাদুল হক সুলতান ও শহিদুল ইসলাম, মৈনম ইউপিতে সেলিনা পারভিন, আবুল হোসেন, ইউছব আলী মীর, ফারুক হোসেন, শাহনেওয়াজ প্রামাণিক, সাহারুল ইসলাম, সেকেন্দার আলী ও সামন্ত কুমার সরকার।

এ ছাড়া প্রসাদপুরে ফয়েজ উদ্দিন সরদার ও সাহাদৎ রাজীন সাগর, কুসুম্বা ইউপিতে মামুনুর রশিদ, তেঁতুলিয়ায় একেএম নাজমুল হক নাজু ও হাফিজুর রহমান, নুরুল্লাবাদে গোলাম মোস্তফা প্রামাণিক ও রফিকুল ইসলাম, কালিকাপুরে শরীফ হোসাইন প্রামাণিক, কাঁশোপাড়া ইউপিতে এসএম শহীদুজ্জামান ও ফরহাদ হোসেন, কসবে এজিএম কিবরিয়া, আনিছুর রহমান, আব্দুল মান্নান সরদার, শহিদুল ইসলাম, শাহাদৎ হোসেন, সোলাইমান আলী মণ্ডল ও শৈবাল চন্দ্র প্রামাণিক, বিষ্ণুপুর ইউনিয়নে আব্দুল মান্নান সাহানা, এসএম মমতাজুল ইসলাম ও মোশারফ হোসেন প্রামাণিক।

শিবগঞ্জ: উপজেলার ১৩ ইউপিতে ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন শাহবাজপুর ইউপিতে মো. শফিকুল ইসলাম জামানত হারিয়েছেন, শ্যামপুরে মোহাম্মদ জুবায়ের আলম ও নবাব মো. শামসুল হোদা, ধাইনগর ইউপিতে মো. জুয়েল রানা, চককীর্ত্তি ইউপিতে মো. সাদিকুল ইসলাম ও মো. আব্দুল হালিম, মোবারকপুর ইউপিতে মো. ময়জুল ইসলাম, বিনোদপুরে মহা. আবু সাঈম, মোহা. আবু সাঈদ, মো. আজিজুল ইসলাম ও মো. বদিউজ্জামান, উজিরপুর ইউপিতে মোসা. জাইদা নাহার ও মো. শরিফ উদ্দীন এবং পাঁকা ইউপিতে মো. ইসমাইল হোসেন ও ছত্রাজিতপুর ইউপিতে মো. মাহবুব আলম।

লালপুর: উপজেলার ১০ ইউপির মধ্যে ৬ ইউপিতে ১৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা লালপুর সদর ইউপিতে এ টি এম জাহেদুল আলম ডলার ও মো. বাদশা আলমগীর, ঈশ্বরদীতে মোহাম্মদ আলী, ইমরান আলী ও মো. নজরুল ইসলাম, বিলমাড়ীয়াতে মোছা. পারভিন আকতার বানু ও মো. আসলাম উদ্দিন,

দুয়ারিয়াতে কাজী আব্দুস সামাদ, মো. আরকানুল ইসলাম দুলাল ও মো. বেলাল সরকার, ওয়ালিয়াতে মো. জয়নাল আবেদীন ও দুড়দুড়িয়াতে মো. আজিজুল আলম খাঁন মক্কেল ও মো. কামাল উদ্দিন মুক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত