Ajker Patrika

টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ভিড়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ভিড়

সাপ্তাহিক ও বড়দিনের ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনের করমজলে ভিড় করেছেন পর্যটকেরা। গত শুক্রবার থেকে এই ভিড় দেখা যায়। পর্যটকেরা ট্রলার ও লঞ্চযোগে বনের নানা জায়গায় ঘুরে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

এদিকে গতকাল পর্যটকদের ভিড় সামলাতে বনরক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হয়। এর ওপর আবার ভিআইপিদের সামলাতে হচ্ছে তাদের। আজ রোববার বড়দিনে এই চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন করমজল পর্যটন স্পটের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

ঢাকা থেকে করমজলে আসা স্কুলশিক্ষিকা শাহিনুর আক্তার বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মাত্র তিন ঘণ্টায় আসা যায় বলে সপরিবারে আমরা সুন্দরবন ভ্রমণে এসেছি। আমাদের মতো অনেকেই এসেছেন এখানে।’

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘সাপ্তাহিক ও বড়দিনের টানা ছুটিতে করমজলে পর্যটকদের ভিড় বেড়েছে। ছুটির প্রথম দিনে গত শুক্রবার প্রায় দুই হাজার পর্যটক বা দর্শনার্থীরা এসেছেন এখানে। এর সঙ্গে অনেক ভিআইপিও আসছেন। গতকাল প্রধানমন্ত্রীর মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল তাঁর সন্তানদের নিয়ে এসেছিলেন। আজ (গতকাল) একজন সহকারী সচিব, দুজন যুগ্ম সচিব, একজন ডিআইজি আসেন। তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হচ্ছে।’

আজ বড়দিনে পর্যটকদের চাপ আরও বাড়বে উল্লেখ করে আজাদ কবির বলেন, ছুটির এই তিন দিনে উল্লেখযোগ্য রাজস্বও আয় হবে।করমজল ছাড়া সুন্দরবন বিভাগের অন্যান্য পর্যটন স্পটেও পর্যটকদের ভিড় হচ্ছে বলেও জানান তিনি।

ট্যুর অপারেটরের মালিক সোহাগ মোল্লা, জাহিদ মোল্লা ও আলী আকবর বলেন, টানা তিন দিনের ছুটির প্রথম দিন শুক্রবার সকাল থেকে অন্তত ১০০ ট্রলার ও লঞ্চ সুন্দরবনের ভেতরে প্রবেশ করেছে। এসব নৌযানে প্রায় দুই হাজার পর্যটক ভ্রমণ করেছেন। মূলত সাপ্তাহিক ও বড়দিনের ছুটি উপলক্ষে বেশি সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে বলে জানান তাঁরা।

সুন্দরবন অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে বলেন, সুন্দরবনে করমজল ছাড়াও হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালী, কলাগাছি ও দোবেকি পর্যটন স্পটগুলোয় পর্যটকদের আনাগোনা বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত