Ajker Patrika

নতুন বেতন কার্যকরে সময় চান ব্যাংকমালিকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৯: ৫২
নতুন বেতন কার্যকরে সময় চান ব্যাংকমালিকেরা

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং মালিকপক্ষের যেন ক্ষতি না হয় তা বিবেচনায় নিয়ে নতুন বেতন বাস্তবায়নে আরও সময় চায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)।

সংগঠনের সভাপতি এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গতকাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান।

নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘মার্চ মাস থেকেই বিজ্ঞপ্তির সিদ্ধান্ত মানা ব্যাংকের জন্য কঠিন। এখনই এ সিদ্ধান্ত মানা হলে ব্যাংকিং খাতে অসন্তোষ সৃষ্টি হতে পারে।’ তিনি বলেন, ‘বৈঠকে বেতনবিধি, অদক্ষদের চাকরিচ্যুত না করাসহ বিভিন্ন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে আরও বিশদ আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সময় চেয়েছি।’

পদোন্নতির বিষয়ে নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হবে। প্রজ্ঞাপনে ঢালাওভাবে পদোন্নতির কথা উল্লেখ নেই।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘বিএবি নেতারা সিদ্ধান্ত বাস্তবায়নে সময় বৃদ্ধির আবেদন করেছেন। এ আবেদন বিবেচনা করবে কেন্দ্রীয় ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিজ্ঞপ্তিতে কিছু বিষয়ে অস্পষ্টতা রয়েছে, এমন দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাখ্যা এবং প্রেক্ষাপট বর্ণনা করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত