Ajker Patrika

পড়ে থেকে ধুলা জমেছে আল্ট্রাসনোগ্রাম মেশিন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১২: ১৩
পড়ে থেকে ধুলা জমেছে   আল্ট্রাসনোগ্রাম মেশিন

অযত্ন আর অবহেলায় পড়ে আছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিনটি। ধুলোর আস্তরণ পড়েছে এর ওপরে। দামি মেশিন থাকতেও শুধু জনবল সংকটে এটি কাজে লাগানো যাচ্ছে না। এতে সেবাবঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হওয়ায় রোগীর উপস্থিতি অনেক বেশি। প্রতিদিন উপজেলা ছাড়াও আশপাশের অসংখ্য মানুষ স্বাস্থ্যসেবা নিতে আসে এখানে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিজস্ব আল্ট্রাসনোগ্রাম মেশিন থাকলেও শুধুমাত্র দক্ষ জনবলের অভাবে দিনের পর দিন সেবাবঞ্চিত হচ্ছেন মানুষ। দুই বছর ধরে ব্যবহার না হওয়ায় মেশিনটির ওপরে ধুলোর আস্তরণ পড়েছে। এতে মেশিনটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা ব্যক্তিরা বলেন, আমার চিকিৎসা নিতে গেলে ডাক্তার আল্ট্রাসনোগ্রাম করার কথা বলেন। কিন্তু হাসপাতালে কোনো ব্যবস্থা না থাকায় বাইরের থেকে আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট দেখাতে হয়। এতে সময় ও অর্থ বেশি ব্যয় হয়।

হাসপাতালে আসা রোগী জাহানারা বেগম জানান, আল্ট্রাসনোগ্রাম মেশিনটি সচল থাকলে অল্প খরচেই সেবা পেতাম। বাইরে থেকে আল্ট্রাসনোগ্রাম করাতে খরচ ও সময় দুটিই বেশি লাগে। অনেকের দাবি, অনেক সময় এই পরীক্ষা করার জন্য জেলা সদরেও যেতে হয়। এতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সালাম বলেন, আমি মধুখালীতে এক বছর হলো যোগদান করেছি। এর আগে থেকেই আল্ট্রাসনোগ্রাম মেশিনটির এ অবস্থা। একটি দামি আল্ট্রাসনোগ্রাম মেশিন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার না থাকায় কাজে আসছে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কয়েকবার রিপোর্ট দিয়েছি। সর্বশেষ ৬ অক্টোবর বিষয়টিসহ বিভিন্ন শূন্যপদ পূরণের জন্য ছকের মাধ্যমে রিপোর্ট দেওয়া হয়েছে। এখন অপেক্ষা ছাড়া উপায় নাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত