Ajker Patrika

বিদ্যালয়ের অফিস কক্ষে ধর্ষণ

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ২৮
বিদ্যালয়ের অফিস কক্ষে ধর্ষণ

যশোরের মনিরামপুরের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের নৈশপ্রহরী আতাউর রহমানের (৩১) বিরুদ্ধে।

এ ঘটনায় গত সোমবার মধ্যরাতে আতাউরের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

এর আগে সোমবার সন্ধ্যা রাতে আতাউর এবং ওই নারীকে বিদ্যালয়ের অফিস কক্ষে এক সঙ্গে দেখতে পেয়ে আটকে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয়। আতাউর শ্যামনগর গ্রামের আলী মুনসুরের ছেলে। ওই নারীর বাড়ি একই গ্রামে। তিনি অভয়নগরের নওয়াপাড়ার একটি পাটকলের শ্রমিক।

আতাউর ২০১৬ সাল থেকে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুক্তিভিত্তিক নৈশপ্রহরী হিসেবে কর্মরত। ধর্ষণ মামলা হওয়ায় এবার তাঁর চাকরির চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এর আগেও একবার বিদ্যালয়ের অফিস কক্ষে এক নারীসহ ধরা পড়ায় আতাউরকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) যোগেশ চন্দ্র মণ্ডল বলেন, ‘সোমবার সন্ধ্যায় শ্যামনগর বাজারে ডাক্তার দেখিয়ে স্কুল মাঠ দিয়ে বাড়ি ফিরছিলেন বাদী। আতাউর তখন স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। বাদীকে একা দেখতে পেয়ে আতাউর তাঁকে ডাক দেন। তিনি বারান্দায় উঠতেই আতাউর তাঁকে টেনে অফিসকক্ষে নিয়ে যান। এর পর ওই নারীকে ধর্ষণ করেন আতাউর।’

এদিকে স্কুল থেকে আতাউরকে বহিষ্কারের দাবিতে মঙ্গলবার সকালে স্কুল ঘেরাও করেন এলাকাবাসী। এ সময় তাঁরা গণস্বাক্ষর দেন।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘আতাউরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী নারী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত