সোহেল মারমা, চট্টগ্রাম
মধ্যবিত্ত নারীদের প্রিয় বিপণিবিতান হিসেবে পরিচিত চকবাজারের মতি টাওয়ার। বিশেষ করে সুলভে শাড়ি, থ্রি-পিচ, থানকাপড় ও প্রসাধনীর জন্য নারীদের কাছে মার্কেটটি দিনদিন প্রিয় হয়ে উঠেছে। স্বাভাবিক সময়গুলোতে এই মার্কেটে নারীদের ভিড় উল্লেখযোগ্য হারে থাকে। ঈদ হলে তো কথাই নেই। তাই রমজানের মধ্যভাগে এসে এখন থেকেই মার্কেটের বিভিন্ন দোকানে নারীদের ভিড় লেগেই রয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটায় মতি টাওয়ারে গিয়ে এই চিত্র দেখা যায়। বিশেষ করে মার্কেটের নিচ তলায় রয়েছে লেডিস, বেবি ও কসমেটিকস আইটেম। দেশীয় কাপড়ের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি ও চায়না কাপড়ের আধিপত্য দোকানগুলোতে রয়েছে। আর এসব দোকানেই যত ভিড় লেগে রয়েছে তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীরা।
তবে ব্যবসায়ীরা জানান, এখনো ভালোভাবে বেচাকেনা শুরু হয়নি। ক্রেতা আসছে কিন্তু সেই তুলনায় পণ্য কিনছেন না। অন্যদিকে ক্রেতারা জানান, এবার দাম তুলনামূলক বেশি রাখছেন দোকানিরা। প্রতিটি কাপড়ে তুলনামূলক দাম বেশি রাখছে দোকানিরা।
সানজিলা ফ্যাশনের স্বত্বাধিকারী ও মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মীর কামাল সিকদার আজকের পত্রিকাকে বলেন, শবে বরাতের রাত থেকেই মার্কেটে ক্রেতারা মোটামুটি আসতে শুরু করেছে। ১৫ রমজান থেকে ক্রেতা কিছুটা বেড়েছে।
কামাল সিকদার বলেন, এবার ঈদ ঘিরে প্রচুর পরিমাণের মালামাল স্টক করে রাখা হয়েছে। কিন্তু সেভাবে এখনো বিক্রি হচ্ছে না। তবে ঈদের কেনাকাটা এখনো আরও অনেক সময় রয়েছে। আশা করছি তখন পুরোদমে বেচাকেনা শুরু হবে।
প্রসাধনী দোকানগুলোতেও নারীদের ভিড় উল্লেখযোগ্য হারে ছিল। সেখানে একটি দোকানের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, মোটামুটি বিক্রি ভালো হচ্ছে। বিশেষ করে চুরি, ডায়মন্ড কাট আগ্রহ বেশি ক্রেতাদের।
মধ্যবিত্ত নারীদের প্রিয় বিপণিবিতান হিসেবে পরিচিত চকবাজারের মতি টাওয়ার। বিশেষ করে সুলভে শাড়ি, থ্রি-পিচ, থানকাপড় ও প্রসাধনীর জন্য নারীদের কাছে মার্কেটটি দিনদিন প্রিয় হয়ে উঠেছে। স্বাভাবিক সময়গুলোতে এই মার্কেটে নারীদের ভিড় উল্লেখযোগ্য হারে থাকে। ঈদ হলে তো কথাই নেই। তাই রমজানের মধ্যভাগে এসে এখন থেকেই মার্কেটের বিভিন্ন দোকানে নারীদের ভিড় লেগেই রয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটায় মতি টাওয়ারে গিয়ে এই চিত্র দেখা যায়। বিশেষ করে মার্কেটের নিচ তলায় রয়েছে লেডিস, বেবি ও কসমেটিকস আইটেম। দেশীয় কাপড়ের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি ও চায়না কাপড়ের আধিপত্য দোকানগুলোতে রয়েছে। আর এসব দোকানেই যত ভিড় লেগে রয়েছে তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীরা।
তবে ব্যবসায়ীরা জানান, এখনো ভালোভাবে বেচাকেনা শুরু হয়নি। ক্রেতা আসছে কিন্তু সেই তুলনায় পণ্য কিনছেন না। অন্যদিকে ক্রেতারা জানান, এবার দাম তুলনামূলক বেশি রাখছেন দোকানিরা। প্রতিটি কাপড়ে তুলনামূলক দাম বেশি রাখছে দোকানিরা।
সানজিলা ফ্যাশনের স্বত্বাধিকারী ও মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মীর কামাল সিকদার আজকের পত্রিকাকে বলেন, শবে বরাতের রাত থেকেই মার্কেটে ক্রেতারা মোটামুটি আসতে শুরু করেছে। ১৫ রমজান থেকে ক্রেতা কিছুটা বেড়েছে।
কামাল সিকদার বলেন, এবার ঈদ ঘিরে প্রচুর পরিমাণের মালামাল স্টক করে রাখা হয়েছে। কিন্তু সেভাবে এখনো বিক্রি হচ্ছে না। তবে ঈদের কেনাকাটা এখনো আরও অনেক সময় রয়েছে। আশা করছি তখন পুরোদমে বেচাকেনা শুরু হবে।
প্রসাধনী দোকানগুলোতেও নারীদের ভিড় উল্লেখযোগ্য হারে ছিল। সেখানে একটি দোকানের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, মোটামুটি বিক্রি ভালো হচ্ছে। বিশেষ করে চুরি, ডায়মন্ড কাট আগ্রহ বেশি ক্রেতাদের।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪