Ajker Patrika

শাড়ি, থান কাপড়, প্রসাধনী কিনতে নারীদের ভিড়

সোহেল মারমা, চট্টগ্রাম
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২: ৩৩
শাড়ি, থান কাপড়, প্রসাধনী কিনতে নারীদের ভিড়

মধ্যবিত্ত নারীদের প্রিয় বিপণিবিতান হিসেবে পরিচিত চকবাজারের মতি টাওয়ার। বিশেষ করে সুলভে শাড়ি, থ্রি-পিচ, থানকাপড় ও প্রসাধনীর জন্য নারীদের কাছে মার্কেটটি দিনদিন প্রিয় হয়ে উঠেছে। স্বাভাবিক সময়গুলোতে এই মার্কেটে নারীদের ভিড় উল্লেখযোগ্য হারে থাকে। ঈদ হলে তো কথাই নেই। তাই রমজানের মধ্যভাগে এসে এখন থেকেই মার্কেটের বিভিন্ন দোকানে নারীদের ভিড় লেগেই রয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটায় মতি টাওয়ারে গিয়ে এই চিত্র দেখা যায়। বিশেষ করে মার্কেটের নিচ তলায় রয়েছে লেডিস, বেবি ও কসমেটিকস আইটেম। দেশীয় কাপড়ের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি ও চায়না কাপড়ের আধিপত্য দোকানগুলোতে রয়েছে। আর এসব দোকানেই যত ভিড় লেগে রয়েছে তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীরা।

তবে ব্যবসায়ীরা জানান, এখনো ভালোভাবে বেচাকেনা শুরু হয়নি। ক্রেতা আসছে কিন্তু সেই তুলনায় পণ্য কিনছেন না। অন্যদিকে ক্রেতারা জানান, এবার দাম তুলনামূলক বেশি রাখছেন দোকানিরা। প্রতিটি কাপড়ে তুলনামূলক দাম বেশি রাখছে দোকানিরা।

সানজিলা ফ্যাশনের স্বত্বাধিকারী ও মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মীর কামাল সিকদার আজকের পত্রিকাকে বলেন, শবে বরাতের রাত থেকেই মার্কেটে ক্রেতারা মোটামুটি আসতে শুরু করেছে। ১৫ রমজান থেকে ক্রেতা কিছুটা বেড়েছে।

কামাল সিকদার বলেন, এবার ঈদ ঘিরে প্রচুর পরিমাণের মালামাল স্টক করে রাখা হয়েছে। কিন্তু সেভাবে এখনো বিক্রি হচ্ছে না। তবে ঈদের কেনাকাটা এখনো আরও অনেক সময় রয়েছে। আশা করছি তখন পুরোদমে বেচাকেনা শুরু হবে।

প্রসাধনী দোকানগুলোতেও নারীদের ভিড় উল্লেখযোগ্য হারে ছিল। সেখানে একটি দোকানের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, মোটামুটি বিক্রি ভালো হচ্ছে। বিশেষ করে চুরি, ডায়মন্ড কাট আগ্রহ বেশি ক্রেতাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত