Ajker Patrika

সাফাই গাইলেন নায়িকা

সাফাই গাইলেন নায়িকা

১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে কাজী হায়াতের পরিচালনায় ৫১তম সিনেমা ‘জয় বাংলা’। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে মিতুর। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার পোস্টার ও ট্রেলার। প্রকাশের পর থেকেই কড়া সমালোচনা করছেন নেটিজেনরা। কাজী হায়াতের আর পরিচালনা না করাই ভালো, এমন মন্তব্যও করেছেন অনেকে। নেতিবাচক মন্তব্য করেছেন জাহারা মিতুকে নিয়েও।

নিজের ফেসবুকে ট্রেলার শেয়ার না করলেও সমালোচনার পর নিজের সিনেমার সাফাই গেয়ে পোস্ট দিয়েছেন মিতু। ফেসবুক পেজে তিনি লেখেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রকে তথাকথিত কমার্শিয়াল সিনেমার সঙ্গে মেলালে হবে না। কাজী হায়াতের অন্য সিনেমাগুলো থেকে “জয় বাংলা’’ অবশ্যই ভিন্ন। ট্রেলার দেখে পুরো সিনেমা মাপা ঠিক না। সিনেমাটি নিজেদের শত সীমাবদ্ধতার মধ্যেও খুব যত্ন নিয়ে বানানো। চলচ্চিত্রটি আমি ডাবিং করার সময় যতটুকু দেখেছি তাতে আমার মনে হয় না দর্শক নিরাশ হবেন।’

জাহারা মিতু।জয় বাংলা সিনেমায় জাহারা মিতুর চরিত্রের নাম দোলা। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘আমি আসলে দোলাকে আমার দৃষ্টি থেকে দেখার সাহসই পাইনি। আমি ভরসা করেছি পরিচালকের ওপর। জানি চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়াটা শিল্পী হিসেবে আমারও দায়িত্ব। কিন্তু যখন পরিচালক স্বয়ং কাজী হায়াৎ, তখন নতুন কোন শিল্পীর দুঃসাহস হবে তাঁর ওপর কথা বলার? তাই, দোলা যদি একজন দর্শকেরও মন ছুঁয়ে যায়, তার সম্পূর্ণ কৃতিত্ব পরিচালকের।’

১৯৬৯ থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের গল্পে গড়ে উঠেছে জয় বাংলা সিনেমার গল্প। মুনতাসীর মামুনের উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের এই সিনেমাটিতে বাপ্পি-মিতু ছাড়া আরও অভিনয় করেছেন শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা, রাতুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত