Ajker Patrika

প্রেক্ষাগৃহে দুই সিনেমা

প্রেক্ষাগৃহে দুই সিনেমা

আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা। ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমার পাশাপাশি মুক্তি পাচ্ছে হলিউডের ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’ সিনেমাটি। 

২১ প্রেক্ষাগৃহে ‘যেমন জামাই তেমন বউ’
আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘যেমন জামাই তেমন বউ’। সিনেমাটি বানিয়েছেন মনতাজুর রহমান আকবর। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও মৌ খান।

মনতাজুর রহমান আকবর বলেন, ‘এটি একটি সামাজিক-পারিবারিক ঘরানার সিনেমা। প্রতিটি সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ থাকে। সন্দেহ থাকে। পরিবারের ভেতর যত ধরনের বিরোধপূর্ণ ঘটনা ঘটে, তা এ সিনেমায় উঠে আসবে। বর্তমান সময়ের প্রেক্ষাপট মাথায় রেখে সিনেমাটি নির্মিত হয়েছে।’

ডিপজল-মৌ খানসহ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খান প্রমুখ। সারা দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

পাঁচ বছর পর ‘ট্রান্সফরমার্স’
প্রায় পাঁচ বছরের অপেক্ষার পর আজ মুক্তি পাচ্ছে ট্রান্সফরমার্স সিরিজের নতুন সিনেমা ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’। সবশেষ ২০১৮ সালে পর্দায় এসেছিল সিরিজের ষষ্ঠ সিনেমা ‘বাম্বলবি’। বাংলাদেশের ভক্তরা আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই সিনেমাটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে। এবারের সিক্যুয়ালের প্রেক্ষাপট ১৯৯৪ সাল। সাবেক সামরিক ইলেকট্রনিকস বিশেষজ্ঞ নোহ এবং আর্টইফ্যাক্ট গবেষক এলিনাকে নিয়ে গল্প এগিয়েছে। ট্রান্সফরমার রেসের তিনটি উপদল—ম্যাক্সিমালস, প্রেডাকনস ও টেররকনসের মধ্যে একটি ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। পৃথিবীকে একটি আসন্ন অন্ধকারের আগমন থেকে রক্ষা করাই এ যুদ্ধের মূল কারণ। স্টিভেন ক্যাপল জুনিয়রের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান্থনি রামোস, ডমিনিক ফিশব্যাক, লুনা লরেন ভালেজ, পিটার কুলেন, রন পার্লমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত