Ajker Patrika

জেলেদের সংঘর্ষে আহত ১৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৭
জেলেদের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর কলাপাড়ায় দুই ট্রলারে ধাক্কা লাগা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জেলে আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার মৎস্য বন্দর আলীপুর আড়ত ঘাট ঘটনাটি ঘটেছে।

সংঘর্ষে আহতদের মধ্যে উভয় পক্ষের মাহাতাব মাতুব্বর (২৮), রকিবুল হাওলাদার (২৮), দুলাল হাওলাদার (৫০), মামুন মুসুল্লী (২৩) ও হাসান মাতুব্বরকে (২৪) গুরুতর অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও আহত জেলেদের সূত্রে জানা গেছে, আলীপুরের মনিফিস নামের একটি আড়ত ঘাটে রাকিবের মাছধরার একটি ট্রলার নোঙর করা ছিল।

এ সময় দেলোয়ার মুসুল্লির ট্রলার এসে ধাক্কা দিলে জেলেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের অন্তত ১৫ জেলে আহত হয়। এর মধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসায় নিয়েছে। বাকি ৫ জন জেলেকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘মৎস্য আড়ত ঘাটে ট্রলার নোঙর করাকে কেন্দ্র করে দুই জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। তাৎক্ষণিক ঘটনাস্থালে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত