চিত্রনায়ক নিরব ও শবনম বুবলী জুটি হওয়ার প্রথম খবর আসে ২০১৯ সালে। সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এরপর গত বছর নির্মাতা আসিফ ইকবাল জুয়েল তাঁর ‘চোখ’ ছবিতে অভিনয়ের জন্য বুবলীকে রাজি করান। পরবর্তী সময়ে ‘চোখ’-এ নায়ক হয়ে আসেন নিরব।
‘ক্যাসিনো’ এখনো মুক্তি না পেলেও নিরব-বুবলীর দ্বিতীয় ছবি ‘চোখ’ দেখেছেন দর্শকেরা। গত অক্টোবরে এ ছবি দিয়েই দীর্ঘদিন পর খুলেছিল সিনেমা হল। ইতিমধ্যে নিরব-বুবলীর রসায়ন নজর কেড়েছে নির্মাতা-প্রযোজকদের। তাই একসঙ্গে তৃতীয় ছবিতেও অভিনয় করলেন তাঁরা।
সাইফ চন্দনের পরিচালনায় ‘কয়লা’ দিয়েই হ্যাটট্রিক হলো এ জুটির। গতকাল মঙ্গলবার এ ছবির শুটিংয়ের খবর জানিয়েছেন নিরব-বুবলী। বর্তমানে সিলেটে ‘কয়লা’র শুটিং চলছে। নির্মাতা জানিয়েছেন, এরই মধ্যে ৮০ শতাংশ শুটিং শেষ হয়েছে।
সাইফ চন্দন বলেন, ‘শুটিংয়ের আগে খবরটি আমরা গোপন রাখতে চেয়েছিলাম। কারণ শুটিং স্পটে এত ভিড় হয়! বেশি জানাজানি হলে কাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। তবে এখন যেহেতু অনেকেই জেনে গেছেন, তাই প্রকাশ করলাম।’
তিন বছরে তিনটি ছবিতে একসঙ্গে অভিনয় করে খুশি নিরব ও বুবলী। নিরব বলেন, ‘এটা আনন্দের ব্যাপার যে বুবলীর সঙ্গে আমার জুটিটি প্রযোজক ও পরিচালকদের আগ্রহে পরিণত হয়েছে। আমরা ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে চাই।’
অ্যাকশন থ্রিলার ঘরানার ‘কয়লা’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। প্রযোজনা করছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল।
চিত্রনায়ক নিরব ও শবনম বুবলী জুটি হওয়ার প্রথম খবর আসে ২০১৯ সালে। সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এরপর গত বছর নির্মাতা আসিফ ইকবাল জুয়েল তাঁর ‘চোখ’ ছবিতে অভিনয়ের জন্য বুবলীকে রাজি করান। পরবর্তী সময়ে ‘চোখ’-এ নায়ক হয়ে আসেন নিরব।
‘ক্যাসিনো’ এখনো মুক্তি না পেলেও নিরব-বুবলীর দ্বিতীয় ছবি ‘চোখ’ দেখেছেন দর্শকেরা। গত অক্টোবরে এ ছবি দিয়েই দীর্ঘদিন পর খুলেছিল সিনেমা হল। ইতিমধ্যে নিরব-বুবলীর রসায়ন নজর কেড়েছে নির্মাতা-প্রযোজকদের। তাই একসঙ্গে তৃতীয় ছবিতেও অভিনয় করলেন তাঁরা।
সাইফ চন্দনের পরিচালনায় ‘কয়লা’ দিয়েই হ্যাটট্রিক হলো এ জুটির। গতকাল মঙ্গলবার এ ছবির শুটিংয়ের খবর জানিয়েছেন নিরব-বুবলী। বর্তমানে সিলেটে ‘কয়লা’র শুটিং চলছে। নির্মাতা জানিয়েছেন, এরই মধ্যে ৮০ শতাংশ শুটিং শেষ হয়েছে।
সাইফ চন্দন বলেন, ‘শুটিংয়ের আগে খবরটি আমরা গোপন রাখতে চেয়েছিলাম। কারণ শুটিং স্পটে এত ভিড় হয়! বেশি জানাজানি হলে কাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। তবে এখন যেহেতু অনেকেই জেনে গেছেন, তাই প্রকাশ করলাম।’
তিন বছরে তিনটি ছবিতে একসঙ্গে অভিনয় করে খুশি নিরব ও বুবলী। নিরব বলেন, ‘এটা আনন্দের ব্যাপার যে বুবলীর সঙ্গে আমার জুটিটি প্রযোজক ও পরিচালকদের আগ্রহে পরিণত হয়েছে। আমরা ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে চাই।’
অ্যাকশন থ্রিলার ঘরানার ‘কয়লা’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। প্রযোজনা করছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫