Ajker Patrika

মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯: ২১
মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন শুরু

রাজধানীতে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন গতকাল শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ফার্মগেটে অবস্থিত কৃষি গবেষণা কাউন্সিল আঙিনায় সংযোগ দেয় ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি–ডিপিডিসি। ডিপিডিসির মণিপুরীপাড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্র থেকে আন্ডারগ্রাউন্ড কেব্‌লের মাধ্যমে সংযোগ দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্ডার ডিপিডিসি এরিয়া’ শীর্ষক প্রকল্পের আওতায় বঙ্গভবন থেকে জাহাঙ্গীরগেট পর্যন্ত ১৯ কিলোমিটার প্রধান সড়কের দুই পাশে এবং গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত ১০ কিলোমিটার প্রধান সড়কের দুই পাশে সঞ্চালন লাইন স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত