গঙ্গাচড়া প্রতিনিধি
গঙ্গাচড়ায় আগুন লেগে একটি এতিমখানা ও বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল বুধবার ভোরে উপজেলার আলবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী বাজারের ছাপিয়োন নেছা মহিলা হাফিজিয়া এতিমখানায় এ আগুন লাগে।
এতিমখানাটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। তিনি সফিয়ার পীর সাহেব হিসেবে পরিচিত। তিনি নিজের বাড়িতে এ প্রতিষ্ঠান গড়ে তোলেন।
প্রধান শিক্ষকের ছেলে সোয়াইবুর বলে, ‘ভোর ৫টার দিকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখি এতিমখানার সিলিং ফ্যানে আগুন লেগেছে। আগুন দেখে বাবাকে ডাক দিলে তিনি দৌড়ে এসে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। পরে আমাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা ও এতিমখানার শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে এতিমখানা ও আমাদের বাড়ির সবকিছু পুড়ে যায়।’
এতিমখানায় থাকা জান্নাতি বলে, ‘আমরা ওই সময় ফজরের নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছিলাম। হঠাৎ দেখি ঘরে আগুন। চোখের সামনে সবকিছু পুড়ে গেছে, আমরা কিছুই করতে পারি নাই। আমাদের পড়ার কিতাব, জামা-কাপড় সবকিছু পুড়ে গেছে।’
গতকাল সকালে সরেজমিন দেখা গেছে, এতিমখানাটির পুড়ে যাওয়া জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় শিক্ষার্থীদের পুড়ে যাওয়া বই হাতে নিয়ে বিলাপ করছিলেন প্রধান শিক্ষকের স্ত্রী মাকামাম মাহমুদা। তিনি বলেন, ‘এখন কী হবে এই এতিম বাচ্চাদের? তারা কোথায় থাকবে, তারা খাবে কী?’
গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোজাম্মেল হক জানান, তাঁরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এতিমখানার প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম জানান, তিনি তিস্তা নদীতে ৯ বার বসতবাড়ি হারিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই মাদ্রাসা ও এতিমখানাটি খুলেছিলেন। এখন বাড়ি পুড়ে যাওয়ায় কিছুই রইল না। অগ্নিকাণ্ডে নগদ ৬ লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন আমার এই প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য কিছু সাহায্য করে।’
এ বিষয়ে আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন বলেন, ‘আমার পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে। পরিষদের পক্ষ থেকে আরও কিছু সহযোগিতা করা হবে।’
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক বলেন, ‘এতিমখানায় আগুন লাগার বিষয়টি জেনে ঘটনাস্থান পরিদর্শন করে ইউএনওকে জানিয়েছি।’
গঙ্গাচড়ায় আগুন লেগে একটি এতিমখানা ও বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল বুধবার ভোরে উপজেলার আলবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী বাজারের ছাপিয়োন নেছা মহিলা হাফিজিয়া এতিমখানায় এ আগুন লাগে।
এতিমখানাটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। তিনি সফিয়ার পীর সাহেব হিসেবে পরিচিত। তিনি নিজের বাড়িতে এ প্রতিষ্ঠান গড়ে তোলেন।
প্রধান শিক্ষকের ছেলে সোয়াইবুর বলে, ‘ভোর ৫টার দিকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখি এতিমখানার সিলিং ফ্যানে আগুন লেগেছে। আগুন দেখে বাবাকে ডাক দিলে তিনি দৌড়ে এসে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। পরে আমাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা ও এতিমখানার শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে এতিমখানা ও আমাদের বাড়ির সবকিছু পুড়ে যায়।’
এতিমখানায় থাকা জান্নাতি বলে, ‘আমরা ওই সময় ফজরের নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছিলাম। হঠাৎ দেখি ঘরে আগুন। চোখের সামনে সবকিছু পুড়ে গেছে, আমরা কিছুই করতে পারি নাই। আমাদের পড়ার কিতাব, জামা-কাপড় সবকিছু পুড়ে গেছে।’
গতকাল সকালে সরেজমিন দেখা গেছে, এতিমখানাটির পুড়ে যাওয়া জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় শিক্ষার্থীদের পুড়ে যাওয়া বই হাতে নিয়ে বিলাপ করছিলেন প্রধান শিক্ষকের স্ত্রী মাকামাম মাহমুদা। তিনি বলেন, ‘এখন কী হবে এই এতিম বাচ্চাদের? তারা কোথায় থাকবে, তারা খাবে কী?’
গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোজাম্মেল হক জানান, তাঁরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এতিমখানার প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম জানান, তিনি তিস্তা নদীতে ৯ বার বসতবাড়ি হারিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই মাদ্রাসা ও এতিমখানাটি খুলেছিলেন। এখন বাড়ি পুড়ে যাওয়ায় কিছুই রইল না। অগ্নিকাণ্ডে নগদ ৬ লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন আমার এই প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য কিছু সাহায্য করে।’
এ বিষয়ে আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন বলেন, ‘আমার পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে। পরিষদের পক্ষ থেকে আরও কিছু সহযোগিতা করা হবে।’
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক বলেন, ‘এতিমখানায় আগুন লাগার বিষয়টি জেনে ঘটনাস্থান পরিদর্শন করে ইউএনওকে জানিয়েছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫