Ajker Patrika

পাহাড়ে জুমিয়াদের মুখে হাসি

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ৩১
পাহাড়ে জুমিয়াদের মুখে হাসি

খাগড়াছড়ির পাহাড়ে পাহাড়ে এখন পাকা ধানের সুবাস। জুমখেতে এখন পাকা ফসল তোলার ভরা মৌসুম। অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যার কারণে এবার খাগড়াছড়ির জুমে ভালো ফলন হয়েছে।

বছর ঘুরে জুম পাহাড়ে জুমের ফসল তোলায় ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা। সারা বছরের পরিশ্রম শেষে জুমে ফলানো ফসল ঘরে আসায় পাহাড়ি নারী-পুরুষের মুখে ফুটেছে হাসি। জুমে জুমে এখন চলছে ধান কাটার উৎসব। ধান ছাড়াও বাহারি সবজির চাষ হয়েছে জুমে। জুমচাষের জন্য সার, বীজের পাশাপাশি সরকারিভাবে প্রণোদনা চান জুমিয়ারা।

পাহাড়ি জনগোষ্ঠী সাধারণত পৌষ-মাঘ মাসে এভাবে পাহাড়ের ঢালে জঙ্গল কেটে কয়েক মাস রোদে শুকানোর পর ফাগুন-চৈত্র মাসে আগুনে পুড়িয়ে জুমচাষের খেত প্রস্তুত করে। সেখানে প্রিয় ফলন ধানের পাশাপাশি ভুট্টা, মারফা, বরবটি, চিচিঙ্গা, করলা, বেগুন, মরিচ, তিল, তুলা, ঢ্যাঁড়স, কুমড়াসহ বিভিন্ন প্রজাতির ফসলের বীজ বপন করে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর খাগড়াছড়ি জেলায় ১ হাজার ৯১০ হেক্টর জমিতে জুমচাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ২ হাজার ৯৮৬ মেট্রিক টন।

জুমচাষি যতীন্দ্র ত্রিপুরা, যুদ্ধরায় ত্রিপুরা ও নবীন ত্রিপুরা জানান, এখন চলছে পাকা ধান কাটার ভরা মৌসুম। সকাল থেকে জুমে জুমে ধান কাটছে জুমিয়ারা। ধান কাটা শেষে জুমঘরে তা মাড়াই করা হয়। গত কয়েক বছরের তুলনায় এবার পাহাড়ে জুমের ফলন ভালো হয়েছে। ধান ছাড়াও জুমে হলুদ, মারফা, আদা, মরিচ, কচু মিষ্টিকুমড়া, তিল, ভুট্টা, বরবটিসহ প্রায় ৪০ জাতের সবজির চাষাবাদ করেছেন। এখন চলছে পাকা ধান মাড়াই, এর পর শুরু হবে তিল, তুলা, আদা, হলুদসহ অন্য ফসল ঘরে তোলার পালা।

তবে জুমে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিয়েছেন খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রশিদ আহমেদ। তিনি বলেন, অনেক কৃষক এখনো সনাতন পদ্ধতিতে চাষাবাদ করেন। গুটিকয়েক জুমচাষি আধুনিক পদ্ধতিতে জুমচাষের কারণে এমন ফলন পাচ্ছে কৃষক। এ ছাড়া দিনে দিনে পাহাড়ের মাটি ক্ষয় ও উর্বরতা কমে যাওয়ার কারণে জুম পাহাড়ে বাড়ছে সারের ব্যবহার। আগে এক পাহাড়ে দীর্ঘ বছর পরপর জুমচাষ হলেও ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি এবং জুম পাহাড়ের সংখ্যা কমে যাওয়ায় এখন একই পাহাড়ে প্রতিবছর জুমচাষ করা হচ্ছে। তবে জুমচাষের আধুনিক পদ্ধতি পাল্টে দিয়েছে চাষাবাদের ধরন। এই পদ্ধতিতে পরিমিত সার ব্যবহার করে প্রতিবছর একই জমিতে বারবার ফসল উৎপাদন করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত