Ajker Patrika

দেশসেরার তালিকায় মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্স

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩: ০৮
দেশসেরার তালিকায় মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরিপে জয়পুরহাটের পাঁচবিবির মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন দেশসেরার তালিকায় জায়গা পেয়েছে। স্বাস্থ্য বিভাগের এ মাসের জরিপে দেশে ৪৮২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সমান (৭৬.৬৪) নম্বর পেয়ে মহিপুরসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে প্রথম স্থান অর্জন করে। মহিপুর সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যৌথভাবে প্রথম হলেও, রাজশাহী বিভাগে এককভাবে প্রথম। এর আগে এ কমপ্লেক্সটি ২৮৩তম এবং সর্বশেষ ১৩৩তম অবস্থানে ছিল।

সফলতার তথ্য অনুসন্ধানে ৫০ শয্যার এ হাসপাতালের রেজিস্টারে দেখা যায়, আগে গড়ে প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগী ভর্তি থাকতেন। জরুরি ও বহির্বিভাগে প্রতিদিন সর্বোচ্চ ২০০ রোগী প্রাথমিক সেবা নিতেন। পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে অনেক রোগী অন্যত্র চলে যেতেন।

এখন হাসপাতালের জরুরি, বহির্বিভাগ ও ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ কিনতে হয় না। রোগীদের চিকিৎসার জন্য এখন হাসপাতাল থেকেই সব প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এসব কারণে এখন গড়ে প্রতিদিন ১২০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন। জরুরি ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ রোগী প্রাথমিক চিকিৎসা নিতে আসেন।

সেবা নিতে আসা উপজেলার গলাকাটার মকলেছ বলেন, ‘ভ্যান থেকে পড়ে আমার পা মচকে যায়। অনেক ওষুধ খেয়েছি, ভালো হয় না। ডাক্তার দেখে বলে প্লাস্টার করতে হবে। এতে সব মিলে ৭ হাজার টাকা প্রয়োজন। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাব। পরে এ হাসপাতালে ডাক্তার দেখিয়ে ওষুধের দোকান থেকে ২১০ টাকায় তিনটা প্লাস্টার কিনে ডাক্তারকে দেই।’

হাসপাতালের চিকিৎসক, নার্স ও অফিস কর্মচারীদের সার্বিক সহযোগিতায় এমন সফলতার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাধারণত গ্রামের অভাবী ও গরিব মানুষেরাই বেশি আসেন। তাঁরা তেমন জটিল রোগ নিয়ে নয়, সাধারণত মাথাব্যথা, সর্দি-জ্বর, কাশি, আমাশয় ইত্যাদি কারণেই আসেন। প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দিলে এসব রোগ সারানো যায়। এ পেশায় থেকে প্রতিনিয়ত তাঁদের সেবা দিতে চান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত