Ajker Patrika

দেশসেরা নারী শিক্ষক ভোলার তাসলিমা

ভোলা প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১২: ০০
দেশসেরা নারী শিক্ষক ভোলার তাসলিমা

শিক্ষক বাতায়নে দেশসেরা নারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার তাসলিমা বেগম। তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য শিক্ষক ক্যাটাগরিতে আন্তর্জাতিক নারী দিবসে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

ঢাকার আইসিটি টাওয়ারে এসপায়ার টু ইনোভেট-এটুআই আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তাসলিমা বেগম চরফ্যাশন উপজেলার চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এ বিষয়ে তাসলিমা বেগম বলেন, ‘এই অর্জনে প্রশংসার দাবিদার শিক্ষক বাতায়ন। এগিয়ে চলার পথে যাঁরা উৎসাহ, অনুপ্রেরণা ও মানসিক শক্তি জুগিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ। এই সম্মাননা কাজের দায়িত্ব আরও বেড়ে গেল।’ পরিবারের সহযোগিতায় এই সফলতা পাওয়া সহজ হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহমেদ বলেন, ‘জাতীয় পর্যায়ে তিনি যে সম্মাননা পেয়েছেন, তা আমাদের জন্য গৌরবের বিষয়। এতে স্কুলের সব শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক আনন্দিত। শিক্ষকতার পাশাপাশি আইসিটির বিষয়ে তাসলিমা বেগমের যে দক্ষতা রয়েছে, তাতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবাই উপকৃত হচ্ছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন, ‘তাসলিমা বেগম একজন গুণী ও মেধাবী শিক্ষক। তার মধ্যে উদ্ভাবনী শক্তি রয়েছে। তাই, তাঁকে শুরুতে পথ দেখিয়েছি ঠিকই। কিন্তু পরে নিজের ইচ্ছা ও চেষ্টায় তিনি সফলতা পেয়েছেন। শিক্ষা অফিসের একজন কর্মকর্তা হিসেবে ভোলায় এমন শতাধিক শিক্ষককে পথ দেখানোর চেষ্টা করেছি। তাঁর মধ্যে তাসলিমা বেগম অন্যতম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত