Ajker Patrika

৮ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৪০
৮ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি

গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। গত সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান ফকির ও সদস্যসচিব মো. আক্তারুল আলম মাস্টারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আটটি ইউনিয়নের মধ্যে মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হয়েছেন মো. মিনহাজ উদ্দিন সরকার, সদস্যসচিব হয়েছেন মো. আবুল বাসার সরকার, গাজীপুর ইউনিয়নে আহ্বায়ক হয়েছেন মশিউর রহমান নয়েজ, সদস্যসচিব হয়েছেন গণি মইশাল, তেলিহাটি ইউনিয়ন মো. আবু জাফর সরকার আহ্বায়ক, সদস্যসচিব হয়েছেন মোহাম্মদ রফিক হোসেন আকন্দ, কাওরাইদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হয়েছেন আব্দুল হাই স্বপন, সদস্যসচিব হয়েছেন মো. আফজাল হোসেন মণ্ডল।

এ ছাড়া বরমী ইউনিয়নে আহ্বায়ক হয়েছেন মো. আফাজ উদ্দিন প্রধান, সদস্যসচিব হয়েছেন মো. হুমায়ুন কবির, গোসিঙ্গা ইউনিয়নে আহ্বায়ক হয়েছেন মো. শামসুদ্দিন সিকদার, সদস্যসচিব হয়েছেন খন্দকার আসাদুজ্জামান, রাজাবাড়ি ইউনিয়নে আহ্বায়ক হয়েছেন মুহাম্মদ মোফাজ্জল হক, সদস্যসচিব হয়েছেন মো. শাহ নূর সরকার, প্রহলাদপুর ইউনিয়নে আহ্বায়ক হয়েছেন মোতাহার হোসেন সবুজ, সদস্যসচিব হয়েছেন তাইজুদ্দিন সরকার।

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, প্রতিটি ইউনিয়নে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত