Ajker Patrika

এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী প্রস্তুতি জরুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী প্রস্তুতি জরুরি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েশনের পর রপ্তানির ক্ষেত্রে অনেক সুবিধা হারাবে বাংলাদেশ। এ অবস্থায় ওই সময়ে নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যবসায়ীদের এখন থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। আর ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বিশ্বের অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে তাকে রপ্তানি করতে হবে। পাশাপাশি সরকারও রপ্তানির ক্ষেত্রে নগদ ইনসেনটিভ দেবে না। তবে ডব্লিউটিও (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন)-এর বিধিবিধান অনুযায়ী যে সুযোগ-সুবিধা দেওয়া যায়, তা অব্যাহত থাকবে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারি খাতের দৃষ্টিতে ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

তপন কান্তি ঘোষ বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের অনেক জায়গায় পরিবর্তন আনতে হবে। অনেক হোমওয়ার্ক করে সংস্কারও করতে হবে। আমেরিকা বাদে পৃথিবীর প্রায় সব দেশেই আমরা বিনা শুল্কে রপ্তানি করতে পারি। ২০২৬ সালের পরে অনেক দেশে এ সুবিধা থাকবে না। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এবং যুক্তরাজ্যে শুল্কমুক্ত-সুবিধা থাকবে ২০৩০ সাল পর্যন্ত। তারপরে সেটাও উঠে যাবে।’

তপন কান্তি ঘোষ বলেন, ‘ঋণখেলাপি বাড়ছে। ব্যাংকগুলো তো বেসরকারি খাতের ব্যবসায়ীরাই চালায়। তারা কেন ঝুঁকিপূর্ণ জায়গায় যাচাই-বাছাই ছাড়া ঋণ দেয়। উদ্যোক্তা হিসেবে তাদেরও দায়িত্ব পালন করতে হবে। সবই সরকারের ওপর ছেড়ে দেবেন আর নিজেরা যা ইচ্ছা তা-ই করবেন, সেটা তো গ্রহণযোগ্য না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত