Ajker Patrika

ঝিকরগাছায় সহিংসতায় এগোচ্ছে ইউপি নির্বাচন

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫: ৫৩
ঝিকরগাছায় সহিংসতায়  এগোচ্ছে ইউপি নির্বাচন

যশোরের ঝিকরগাছায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সহিংসতার দিকে এগুচ্ছে। নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে সাতজন আহত হয়েছেন। তিনটি ইউনিয়নে মারধর, গাড়ি ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার পানিসারা, শিমুলিয়া ও গঙ্গানন্দপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে। এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

ওই দিন সন্ধ্যায় উপজেলার পানিসারা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন পিপুলের (আনারস প্রকতীক) গণসংযোগ সেরে ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে আহত করা হয়েছে।

আহতরা ব্যক্তিরা হলেন উপজেলার কৃষ্ণনগর গ্রামের শিক্ষক মাহবুবুর রহমান বুড়ো (৫০), রাজাপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০), মোহিনিকাটি গ্রামের মিলন হোসেন (২৯) ও একই গ্রামের হাসেম আলী (৫৫)। আহতরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল চিকিৎসাধীন রয়েছেন।

আহত শিক্ষক মাহবুবুর রহমান বুড়ো বলেন, ‘ওই দিন সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন পিপুলের সঙ্গে গণসংযোগ সেরে বেজিয়াতলা মালোপাড়া মোড়ে এলে প্রতিপক্ষ প্রার্থীর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে আমরা চারজন আহত হই।’

পানিসারা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নওশের আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন পিপুলের লোকজন নৌকা মার্কার নির্বাচনী অফিস ও আমার গাড়ি ভাঙচুর করেছে।’

একই দিনে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা জহিরুল হককে মারধর করে গায়ের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জহিরুল হক বলেন, ‘ইউনিয়নের শিমুলিয়া মিশনপাড়ায় গণসংযোগে গেলে নৌকার প্রার্থী মতিয়ার সরদারের নাতি ছেলে পিয়াশ হোসেনের নেতৃত্বে চার–পাঁচজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে গায়ের জামা ছিঁড়ে দেওয়া হয়। তাঁর সঙ্গে থাকা আওয়ামী লীগের প্রবীণ নেতা আবু সাঈদকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।’

ওই দিন উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহিদুর রহমান শিপলুর প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘কোনো পক্ষের অভিযোগ পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত