Ajker Patrika

চাঁদপুরের সাবেক মুখ্য হাকিমকে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৩: ৫১
চাঁদপুরের সাবেক মুখ্য হাকিমকে তলব

মতলবে এক হত্যা মামলায় ১৬ বছর বয়সী আসামিকে নির্যাতনের কথা জেনেও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার ঘটনায় সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়ায় চাঁদপুরের সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (মুখ্য হাকিম) নুরে আলমকে তলব করেছেন হাইকোর্ট। ২২ নভেম্বর তাঁকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের বেঞ্চ এ আদেশ দেন।

নুরে আলম বর্তমানে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। গত ১৪ মার্চ হাইকোর্টের আরেকটি বেঞ্চ তাঁর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের ওই ঘটনার ব্যাখ্যা চান। বিচারক ব্যাখ্যাও দাখিল করেন। গতকাল আসামি ফরহাদের জামিনের মেয়াদ বৃদ্ধির শুনানিকালে বিচারকের ব্যাখ্যা হাইকোর্টের নজরে আসে। তাঁর ব্যাখ্যা আদালতের কাছে সন্তোষজনক মনে হয়নি। এ কারণে তাঁকে তলব করা হয়। আদালতে আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রিমি নাহরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত