Ajker Patrika

শ্রাদ্ধে হাজির হনুমান, খেয়ে গেল ভাত-মাছ

ফরিদপুর সংবাদদাতা
শ্রাদ্ধে হাজির হনুমান, খেয়ে গেল ভাত-মাছ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা প্রয়াত প্রশান্ত সাহার শ্রাদ্ধ অনুষ্ঠানে দেখা গেছে ভিন্ন এক চিত্র। গতকাল শুক্রবার বিকেলে শ্রাদ্ধ অনুষ্ঠানে প্রশান্ত সাহার পৌর সদরে সরকারি কলেজ রোডের বাসভবন শর্বরী হাউসে চলছিল অনুষ্ঠান। এ শ্রাদ্ধ অনুষ্ঠানে ঢুকে পড়ে খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়ানো দলছুট একটি হনুমান।

সব টেবিলে আমন্ত্রিত অতিথিরা যখন খাওয়া-দাওয়া করছিলেন, তখন ফুল মজলিশে দলছুট এ হনুমান ঢুকে পড়ে। তিন-চারটা টেবিল পার হয়ে সোজা গিয়ে একটা টেবিলে উঠে বসে পড়ে।

সবদিকে তাকিয়ে শেষ পর্যন্ত ওই টেবিলের একপাশে বসা স্থানীয় সাংবাদিক কাজী আমিনুল ইসলামসহ তিনজনের প্লেট নিয়ে খেতে বসে পড়ে। এ সময় ওই টেবিলে বসা আমন্ত্রিত অতিথিরা চেয়ার ছেড়ে ভয়ে উঠে পড়েন। অন্য টেবিল থেকেও অতিথিরা গিয়ে এ দৃশ্য উপভোগ করেন।

পরে প্রশান্ত সাহার স্ত্রী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিনু সাহা ও তাঁদের ছেলের বউ শ্রেয়া সাহা আরও ভাত, মাছ, মিষ্টি, দই নিয়ে দেন। খাওয়া শেষ করে জগ থেকে পানি খেয়ে কেতাদুরস্তভাবে মজলিশ ছেড়ে চলে যায় হনুমানটি।

শ্রাদ্ধ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত