Ajker Patrika

শুক্রবার আসছে রোজিনার ‘ফিরে দেখা’

শুক্রবার আসছে রোজিনার ‘ফিরে দেখা’

বিরতি কাটিয়ে ‘ফিরে দেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। শুধু অভিনয় নয়, সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রোজিনা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। সিনেমা মুক্তি উপলক্ষে গত শনিবার রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।

‘বংশধর’, ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। আবারও তাঁরা জুটি বেঁধেছেন ‘ফিরে দেখা’ সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। ১৬ জুন সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সরকারি অনুদানের ‘ফিরে দেখা’ নির্মিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন রোজিনা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রোজিনা বলেন, ‘দর্শক আমার অভিনীত অনেক সিনেমা দেখেছেন। এই প্রথম আমি পরিচালনা করেছি। শিল্পী-কুশলী সবাই আমাকে সহযোগিতা করেছেন, তাই তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। এটা আমার প্রথম পরিচালিত সিনেমা; আশা করি দর্শকেরা হলে গিয়ে দেখবেন। তাঁরা সিনেমাটি দেখলে আমি নতুন সিনেমা নির্মাণে অনুপ্রাণিত হব।’

স্পর্শিয়া বলেন, ‘১৬ জুন মুক্তি পাচ্ছে সিনেমাটি। আশা করি সবাই দেখবেন। গ্রামের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি আমি। সময়টা ১৯৭১ সাল। ওই সময়ে তার সঙ্গে ঘটে যাওয়া ট্র্যাজেডির গল্প দেখা যাবে সিনেমায়।’

নিরব বলেন, ‘ফিরে দেখা মহান মুক্তিযুদ্ধের সময়ের গল্প। একে তো আমাদের মুক্তিযুদ্ধের সময়ের গল্প, রোজিনা আপার প্রথম সিনেমা, এ ছাড়া শুটিং হয়েছে রাজবাড়ীতে, যেখানে আমার অনেক অনেক স্মৃতি। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমার আগ্রহ ছিল বেশি। কাজ করেও খুব ভালো লেগেছে। আশা করি, সিনেমাটি দর্শক উপভোগ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত