Ajker Patrika

ফসলি জমিতে ইটভাটা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৬
ফসলি জমিতে ইটভাটা

চট্টগ্রামের বাঁশখালীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমিতে গড়ে উঠেছে ইটভাটা। লোকালয় ও এলজিইডির পাকা সড়ক থেকে ন্যূনতম আধা কিলোমিটার দূরে ইটভাটার অবস্থান হওয়ার পরিবেশগত বিধান থাকলেও তা মানছে না অনেকে। লোকালয়ের কাছে ও ফসলি জমিতেই গড়ে উঠেছে এসব ইটভাটা, যার কারণে হুমকির মুখে পড়েছে পরিবেশ।

খোঁজ নিয়ে জানা গেছে, বাঁশখালী উপজেলায় ১০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে সাধনপুরের মেসার্স জামাল উদ্দীন ও রত্নপুরের মেসার্স গাজি ব্রিক্সের পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকি আটটি ইটভাটা যথাক্রমে খাজা আজমীর, ফাইভ এসটিএন ব্রিক্স, এমভিএম, এনটিভি, মেসার্স চৌধুরী ব্রিক্স, নাপিত দিয়া, ওয়ান স্টারের পরিবেশগত কোনো ছাড়পত্র নেই। তা ছাড়া এসব ইটভাটায় পোড়ানো হয় কাঠ। অভিযোগ রয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বাহারছড়ার এক কৃষক বলেন, লোকালয় ঘেঁষে আবাদি জমিতে এভাবে ইটভাটা নির্মাণের বিপক্ষে এলাকার কৃষকেরাও। কিন্তু ভাটার মালিক এলাকার খুব প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারছেন না। এভাবে ফসলি মাঠে ভাটা হলে অন্য জমিতে কোনো কৃষি আবাদ হবে না।

এমডিএম ইটভাটার মালিক জয়নাল আবেদিন ঝন্টু বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়ম মেনে আধুনিক পদ্ধতিতে কয়লা দিয়ে ইট পোড়ানো হচ্ছে। তাই এখানে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

চৌধুরী ব্রিকফিল্ডের শেয়ারহোল্ডার জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে বলেন, ‘আমাদের সব কাগজপত্র রয়েছে।’

বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, এসব বিষয় পরিবেশ অধিদপ্তর দেখভাল করে। বাঁশখালীর বিভিন্ন এলাকায় ফসলি জমিতেই ইটভাটা গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, ‘এসব দেখার সুযোগ ও সময় নেই। আমাদের জনবল-সংকট রয়েছে। তাই সব জায়গায় নজরদারি করা সম্ভব হয় না।’

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অবৈধ ইটভাটার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত