Ajker Patrika

রাজশাহীর আমের মোকাম ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৩: ১১
রাজশাহীর আমের মোকাম ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহী থেকে বিভিন্ন জাতের আম সরাসরি যাবে যুক্তরাষ্ট্রে। সেই লক্ষ্যে আমের বাজার ব্যবস্থাপনা, পরিবহনসহ নানা দিক সরেজমিন পর্যবেক্ষণ করতে এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। জেলার বৃহত্তম আমের মোকাম পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে গতকাল মঙ্গলবার সকালে আসেন তিনি।

পুঠিয়া থানার পরিদর্শক আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত আমের বাজারে অবস্থান করেন। এ সময় তিনি পুরো বাজার ঘুরে দেখেন। আমের মৌসুমের শেষ মুহূর্তে বাজারের কেনাবেচা দেখেন। সেই সঙ্গে স্থানীয় ক্রেতা-বিক্রেতার সঙ্গে আম সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন।

বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের রহমান বলেন, বাংলাদেশের মধ্যে রাজশাহীর আম সবচেয়ে ভালো মানের, যার সুনাম গোটা বিশ্বে ছড়িয়ে আছে। আর জেলার সর্ববৃহৎ আমের মোকাম জমে বানেশ্বর বাজারে।

জুবায়ের রহমান আরও বলেন, প্রতিবছর আমের মৌসুমে বিভিন্ন মাধ্যমে এখান থেকে প্রচুর আম যাচ্ছে দেশের বিভিন্ন জেলা ও দেশের বাইরে। তবে এই মোকাম থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে আম পাঠানো হলে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি চাষিরাও লাভবান হবেন। আমের বাজার ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত