Ajker Patrika

রুলের জবাব না পেয়ে হাইকোর্টের অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭: ৫৯
রুলের জবাব না পেয়ে হাইকোর্টের অসন্তোষ

ক্যাসিনো-কাণ্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ সাতজনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় শুধু পুলিশের মহাপরিদর্শক প্রতিবেদন দিলেও বাকি ১৩ বিবাদী আট মাসেও প্রতিবেদন না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবর রহমানের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘কেন আদালতের আদেশ প্রতিপালন করা হয়নি? শুধুমাত্র পুলিশ আদেশ প্রতিপালন করেছে, বাকিরা কোথায়? এ নিয়ে বলার ভাষা খুঁজে পাচ্ছি না।’

আদালত বলেন, ‘এটা সাধারণ মামলার মতো না, সংবেদনশীল বিষয়। দেশের অনেক টাকা পাচার করেছে। আমরা দেখতে চাই, তাদের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নিয়েছে। তাদের (বিবাদী) দায়িত্ব তা জানানো যে কারা সেই ব্যক্তি, কোন সে প্রতিষ্ঠান। পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে কাদের নামে এসেছে অন্তত সেটা আমাদের জানতে হবে।’

রিটকারী আইনজীবী আব্দুল কাইয়ুম খান জানান, পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে ভারতের যাদের নাম এসেছে তাদের সম্পর্কে অনুসন্ধান চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ সময় আদালত বলেন, ‘আমরা রুল শুনানির জন্য তারিখ নির্ধারণ করব। শুনানি করতেও অন্তত এক মাস সময় লাগবে। এগুলো খুব জটিল বিষয়।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘আমরা যোগাযোগ করছি। করোনা পরিস্থিতির কারণে সবকিছু বন্ধ ছিল। ওনাদের (বিবাদী) কাজ করতে অসুবিধা হয়েছে। আমরা যোগাযোগ করে প্রতিবেদন দেব।’ এরপর প্রতিবেদন জমা দিতে এক মাসের সময় চাওয়া হলে আদালত আগামী ২১ নভেম্বর দিন ধার্য করেন।

গত ১৭ অক্টোবর যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে সিআইডি। ওই প্রতিবেদনের ওপর গতকাল রোববার শুনানি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শ্রমিক সংকট মোকাবিলায় থাইল্যান্ডের নজর শ্রীলঙ্কা-বাংলাদেশে

টাঙ্গাইলে মুখোমুখি কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশ, ১৪৪ ধারা জারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত