Ajker Patrika

খুলনায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ১৩
খুলনায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন

খুলনায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে জামানত হারাচ্ছেন ৫৬ জন প্রার্থী। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের চারজন প্রার্থী রয়েছেন। এ ছাড়া ইসলামি আন্দোলনের ১১ জন, জাতীয় পার্টি-জেপির একজন, জাকের পার্টির একজন এবং স্বতন্ত্র ৩৯ জন প্রার্থী রয়েছেন। গত ১১ নভেম্বর এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ৫ হাজার টাকা করে জামানত হিসেবে জমা দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে ওই ইউনিয়নের সব ভোটকেন্দ্রে (কাস্টিং ভোট) পড়া মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ অথবা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রূপসা উপজেলার তিনটি ইউনিয়নের ৭ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। এর মধ্যে আইচগাতী ইউনিয়নের ৪ প্রার্থীর মধ্যে দুজন জামানত হারাচ্ছেন। তারা হলেন-ইসলামি আন্দোলনের প্রার্থী (হাতপাখা) গাজী মো. জাহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মো. মারুফ শেখ (আনারস)।

বটিয়াঘাটা উপজেলার তিনটি ইউনিয়নের ১৪ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। এর মধ্যে বটিয়াঘাটা সদর ইউনিয়নের ৪ প্রার্থীর মধ্যে একজন জামানত হারাচ্ছেন। তিনি হলেন, স্বতন্ত্র প্রার্থী ইমরান মোল্লা (চশমা)।

ভান্ডারকোট ইউনিয়নের ১২ প্রার্থীর মধ্যে ৯ জন জামানত হারাচ্ছেন। তারা হলেন-আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল কালাম আজাদ (নৌকা), ইসলামি আন্দোলনের প্রার্থী শেখ রওশন আলী (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুল হক (ঘোড়া), মো. আমানত আলী শেখ (অটোরিকশা), মো. ইখতিয়ার হোসেন মোল্লা (টেবিল ফ্যান), মো. ইমরান উল্লাহ (রজনীগন্ধা), মো. খোকন মোল্লা (টেলিফোন), মো. মাহাবুর রহমান শেখ (ঢোল) ও শফিউল্লাহ শেখ (দুটি পাতা)।

ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। এর মধ্যে রঘুনাথপুর ইউনিয়নের ৪ প্রার্থীর মধ্যে একজন জামানত হারাচ্ছেন। তিনি হলেন, আওয়ামী লীগের প্রার্থী খান শাকুর উদ্দিন (নৌকা)।

গুটুদিয়া ইউনিয়নের ৭ প্রার্থীর মধ্যে চারজন জামানত হারাচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী কাজী আলমগীর হোসেন (নৌকা) রয়েছেন।

ফুলতলা উপজেলার চারটি ইউনিয়নের ৭ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। এর মধ্যে আটরা-গিলাতলা ইউনিয়নের ৩ প্রার্থীর মধ্যে একজন জামানত হারাচ্ছেন। তিনি হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. ইকতিয়ার হাসান মওলা (আনারস)। ফুলতলা সদর ইউনিয়নের ৪ প্রার্থীর মধ্যে একজন জামানত হারাচ্ছেন। দামোদর ইউনিয়নের ৫ প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারাচ্ছেন। তারা হলেন, ইসলামি আন্দোলনের প্রার্থী সরদার গোলাম সরোয়ার (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী জুবাইদা খান সুরভি (ঘোড়া) ও মো. সেলিম সরদার (আনারস)। জামিরা ইউনিয়নের ৫ প্রার্থীর মধ্যে দুজন জামানত হারাচ্ছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক গাজী (চশমা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত