Ajker Patrika

অটোরিকশা চুরির অভিযোগে যুবক আটক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১০: ৩০
অটোরিকশা চুরির অভিযোগে যুবক আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চুরির অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চসিমউদ্দিনচরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। আটক ফারুক (৩২) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।

চসিমউদ্দিনচরের বাসিন্দা ভুক্তভোগী অটোরিকশাচালক রায়হান (১৭) বলেন, ‘প্রতিদিনের মতো আমি অটোরিকশা নিয়ে বালুচর বাজার সেতুর পাশে যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। তখন আমার গাড়ি ডিবিএম ইটভাটায় যাওয়ার জন্য ভাড়া করেন ফারুকসহ ৩ জন ব্যক্তি। ডিবিএম ইটভাটায় পৌঁছানোর পর একজনকে ডেকে আমাকে পাঠান তাঁরা। আমি ওই ব্যক্তিকে ডেকে আনতে গেলে তাঁরা আমার গাড়ি নিয়ে পালাতে থাকেন। আমি পেছনে পেছনে দৌড়াতে থাকি। পরে আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়িসহ একজনকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান।’

সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক নুরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসেছি। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত