আনিসুল হক জুয়েল, দিনাজপুর
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের একটিমাত্র পিসি আর মেশিনে কয়েক জেলার করোনার নমুনা পরীক্ষা করা হয়। আরেকটি মেশিন থাকলেও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় এটি চালু করা হয়নি। যেকোনো সময় বন্ধ হতে পারে চালু থাকা মেশিন। আর এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন জানান, দ্বিতীয় ল্যাবের পিসি আর মেশিনটি হস্তান্তর হলেও এর সঙ্গে প্রয়োজনীয় খুচরা সরঞ্জামাদি এখনো আমরা হাতে পাইনি। আর এ মেশিনটি ইউনিসেফের সহায়তায় স্থাপিত হওয়ায় এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু করা সম্ভব হচ্ছে না। তবে, আমরা স্বাস্থ্য বিভাগের কাছে চলমান পিসি আর মেশিনের মতো ছোট আরও একটি পিসিআর মেশিন চেয়েছি।
জানা যায়, দিনাজপুরে আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সময়ের সঙ্গে স্বাস্থ্যসচেতনতা বাড়ায় এবং ভীতি কমায় আগের তুলনায় বেশি মানুষ করোনা পরীক্ষা করাচ্ছেন। ফলে, বেড়েছে শনাক্তের হারও।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের বুথে দেখা যায়, সকাল থেকেই মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নমুনা দিচ্ছেন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শুধুমাত্র দিনাজপুরেই সংগ্রহ করা হয়েছে ১৪৫টি নমুনা। এর পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর নমুনা সংগ্রহ করে চার জেলার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এ মেডিকেলের আরটিপিসিআর ল্যাবে। শুক্রবার ছুটির দিন এমনকি ঈদের দিনও ল্যাব চালু রেখে মানুষকে সেবা দেওয়া হচ্ছে; কিন্তু দুই বছর ধরে বিরতিহীনভাবে চলমান থাকা পিসি আর মেশিনটি যে কোনো সময় কোনো সমস্যা দেখা দিলে বন্ধ হয়ে যেতে পারে করোনার পরীক্ষা। অপরদিকে, দ্বিতীয় ল্যাবটি চালু করার কথা থাকলেও দীর্ঘ এক বছরেও তা চালু হয়নি। বর্তমানে মেডিকেল কলেজের ল্যাবে ৭ শতাধিক নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে বলে জানা গেছে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও কোভিড-১৯ আরটি-পিসিআর ল্যাবের ফোকালপার্সন প্রফেসর ডা. যোগেন্দ্র নাথ সরকার আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে একটি পিসি আর ল্যাব চালু আছে। সর্বোচ্চ তিন বার পরীক্ষা করা সম্ভব হলেও সাবধানতার জন্য দিনে দুইবারের বেশি পরীক্ষা করা হয় না। বেশি চাপ দিলে মেশিনে সমস্যা দেখা দিতে পারে সে ক্ষেত্রে নমুনা পরীক্ষা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।
দিনাজপুর সিভিল সার্জন এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, করোনা মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে নমুনা পরীক্ষার ফলাফল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্যা মোকাবিলায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসি আর ল্যাব কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সাপেক্ষে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের একটিমাত্র পিসি আর মেশিনে কয়েক জেলার করোনার নমুনা পরীক্ষা করা হয়। আরেকটি মেশিন থাকলেও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় এটি চালু করা হয়নি। যেকোনো সময় বন্ধ হতে পারে চালু থাকা মেশিন। আর এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন জানান, দ্বিতীয় ল্যাবের পিসি আর মেশিনটি হস্তান্তর হলেও এর সঙ্গে প্রয়োজনীয় খুচরা সরঞ্জামাদি এখনো আমরা হাতে পাইনি। আর এ মেশিনটি ইউনিসেফের সহায়তায় স্থাপিত হওয়ায় এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু করা সম্ভব হচ্ছে না। তবে, আমরা স্বাস্থ্য বিভাগের কাছে চলমান পিসি আর মেশিনের মতো ছোট আরও একটি পিসিআর মেশিন চেয়েছি।
জানা যায়, দিনাজপুরে আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সময়ের সঙ্গে স্বাস্থ্যসচেতনতা বাড়ায় এবং ভীতি কমায় আগের তুলনায় বেশি মানুষ করোনা পরীক্ষা করাচ্ছেন। ফলে, বেড়েছে শনাক্তের হারও।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের বুথে দেখা যায়, সকাল থেকেই মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নমুনা দিচ্ছেন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শুধুমাত্র দিনাজপুরেই সংগ্রহ করা হয়েছে ১৪৫টি নমুনা। এর পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর নমুনা সংগ্রহ করে চার জেলার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এ মেডিকেলের আরটিপিসিআর ল্যাবে। শুক্রবার ছুটির দিন এমনকি ঈদের দিনও ল্যাব চালু রেখে মানুষকে সেবা দেওয়া হচ্ছে; কিন্তু দুই বছর ধরে বিরতিহীনভাবে চলমান থাকা পিসি আর মেশিনটি যে কোনো সময় কোনো সমস্যা দেখা দিলে বন্ধ হয়ে যেতে পারে করোনার পরীক্ষা। অপরদিকে, দ্বিতীয় ল্যাবটি চালু করার কথা থাকলেও দীর্ঘ এক বছরেও তা চালু হয়নি। বর্তমানে মেডিকেল কলেজের ল্যাবে ৭ শতাধিক নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে বলে জানা গেছে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও কোভিড-১৯ আরটি-পিসিআর ল্যাবের ফোকালপার্সন প্রফেসর ডা. যোগেন্দ্র নাথ সরকার আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে একটি পিসি আর ল্যাব চালু আছে। সর্বোচ্চ তিন বার পরীক্ষা করা সম্ভব হলেও সাবধানতার জন্য দিনে দুইবারের বেশি পরীক্ষা করা হয় না। বেশি চাপ দিলে মেশিনে সমস্যা দেখা দিতে পারে সে ক্ষেত্রে নমুনা পরীক্ষা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।
দিনাজপুর সিভিল সার্জন এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, করোনা মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে নমুনা পরীক্ষার ফলাফল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্যা মোকাবিলায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসি আর ল্যাব কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সাপেক্ষে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫