খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
দিনটির কথা সবার মনে আছে নিশ্চয়ই। গত ১৭ আগস্ট। ৯ মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফেরেন শাকিব খান। এয়ারপোর্টে সেদিন চলেছিল জনপ্রিয়তার মহড়া। হাতে হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে, মুখে তুলে ‘কিং খান শাকিব খান’ স্লোগান, শাকিবভক্তরা ভিড় বাড়িয়েছিলেন এয়ারপোর্টে। সেদিন সংবাদমাধ্যমকে শাকিব বলেছিলেন, অনেক স্পেশাল খবর আছে। একে একে সেগুলো দেবেন শিগগিরই।
এরপর পেরিয়ে গেছে দেড় মাসের বেশি সময়। এর মধ্যে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন শাকিব, অনুদানের সিনেমার চেক আনতে এক দিন গিয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ে, ফেঁসে যাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং করেছেন এক দিন, আর দু-একটি ছবিতে তাঁকে দেখা গেছে জিমের ফিটনেস ট্রেনারের সঙ্গে। এর বাইরে এই লম্বা সময়ে আর কোনো কর্মকাণ্ডে ছিলেন না শাকিব। গত মার্চে ‘রাজকুমার’ নামে যে সিনেমার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে বসে কিংবা সরকারি অনুদান পাওয়া ‘মায়া’—তাঁর প্রযোজিত দুটি সিনেমার কোনোটিরই কোনো অগ্রগতি নেই। দুই-এক মাসের মধ্যে শুটিং শুরু হবে, এমন আশ্বাসও পাওয়া যাচ্ছে না।
শাকিব ঢাকায় ফেরার পর অনেকেই আশায় ছিলেন, হয়তো এবার পুরোদমে কাজে নামবেন তিনি। সত্যিই দেবেন একের পর এক ‘স্পেশাল খবর’। কিন্তু সেটা যে কাজের খবর নয়, ব্যক্তিগত স্ক্যান্ডাল; তা আগে আঁচ করা যায়নি। চার বছর আগে গোপনে বুবলীকে বিয়ে, সন্তানের জন্ম, এত দিন পর এসে সেসব প্রকাশ হয়ে পড়া, পূজার সঙ্গে প্রেমের গুঞ্জন—এসব স্ক্যান্ডালে শাকিব এখন ঢালিউডে অনেকটাই কোণঠাসা। প্রযোজক খোরশেদ আলম খসরু, ইকবালসহ তাঁর দীর্ঘদিনের কাছের বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রত্যেকেই কথা বলছেন উল্টো সুরে।
নির্মাতা মালেক আফসারী, যিনি শাকিবকে নিয়ে ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘পাসওয়ার্ড’সহ কয়েকটি সিনেমা বানিয়েছেন, তিনি বলছেন, ‘ইন্ডাস্ট্রিতে শাকিব খানের এ মুহূর্তে কোনো বন্ধু নেই। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর অনেকেই দূরে সরে গেছেন। শাকিবের নিজেরও কাজে হয়তো অত মনোযোগ নেই। দেশে ফিরে এক সপ্তাহের মধ্যে নতুন সিনেমার কাজ শুরুর কথা ছিল, কিন্তু এত দিনেও কোনো অগ্রগতি পাওয়া গেল না।’
বুবলীর সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ হওয়ায় যে তীব্র সমালোচনা তৈরি হয়েছে শাকিবকে ঘিরে, সেটি ঢাকতে আবারও তিনি একই পদ্ধতির আশ্রয় নিয়েছেন। ঘোষণা দিয়েছেন, রায়হান রাফীর পরিচালনায় নতুন সিনেমায় অভিনয় ও প্রযোজনা করবেন। তবে শুটিং শুরু না হওয়া পর্যন্ত এই ঘোষণায় আস্থা রাখা যাচ্ছে না। কারণ দীর্ঘদিন ধরে শাকিব নতুন কোনো সিনেমার শুটিং করছেন না, আটকে আছেন ঘোষণাতেই।
দিনটির কথা সবার মনে আছে নিশ্চয়ই। গত ১৭ আগস্ট। ৯ মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফেরেন শাকিব খান। এয়ারপোর্টে সেদিন চলেছিল জনপ্রিয়তার মহড়া। হাতে হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে, মুখে তুলে ‘কিং খান শাকিব খান’ স্লোগান, শাকিবভক্তরা ভিড় বাড়িয়েছিলেন এয়ারপোর্টে। সেদিন সংবাদমাধ্যমকে শাকিব বলেছিলেন, অনেক স্পেশাল খবর আছে। একে একে সেগুলো দেবেন শিগগিরই।
এরপর পেরিয়ে গেছে দেড় মাসের বেশি সময়। এর মধ্যে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন শাকিব, অনুদানের সিনেমার চেক আনতে এক দিন গিয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ে, ফেঁসে যাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং করেছেন এক দিন, আর দু-একটি ছবিতে তাঁকে দেখা গেছে জিমের ফিটনেস ট্রেনারের সঙ্গে। এর বাইরে এই লম্বা সময়ে আর কোনো কর্মকাণ্ডে ছিলেন না শাকিব। গত মার্চে ‘রাজকুমার’ নামে যে সিনেমার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে বসে কিংবা সরকারি অনুদান পাওয়া ‘মায়া’—তাঁর প্রযোজিত দুটি সিনেমার কোনোটিরই কোনো অগ্রগতি নেই। দুই-এক মাসের মধ্যে শুটিং শুরু হবে, এমন আশ্বাসও পাওয়া যাচ্ছে না।
শাকিব ঢাকায় ফেরার পর অনেকেই আশায় ছিলেন, হয়তো এবার পুরোদমে কাজে নামবেন তিনি। সত্যিই দেবেন একের পর এক ‘স্পেশাল খবর’। কিন্তু সেটা যে কাজের খবর নয়, ব্যক্তিগত স্ক্যান্ডাল; তা আগে আঁচ করা যায়নি। চার বছর আগে গোপনে বুবলীকে বিয়ে, সন্তানের জন্ম, এত দিন পর এসে সেসব প্রকাশ হয়ে পড়া, পূজার সঙ্গে প্রেমের গুঞ্জন—এসব স্ক্যান্ডালে শাকিব এখন ঢালিউডে অনেকটাই কোণঠাসা। প্রযোজক খোরশেদ আলম খসরু, ইকবালসহ তাঁর দীর্ঘদিনের কাছের বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রত্যেকেই কথা বলছেন উল্টো সুরে।
নির্মাতা মালেক আফসারী, যিনি শাকিবকে নিয়ে ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘পাসওয়ার্ড’সহ কয়েকটি সিনেমা বানিয়েছেন, তিনি বলছেন, ‘ইন্ডাস্ট্রিতে শাকিব খানের এ মুহূর্তে কোনো বন্ধু নেই। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর অনেকেই দূরে সরে গেছেন। শাকিবের নিজেরও কাজে হয়তো অত মনোযোগ নেই। দেশে ফিরে এক সপ্তাহের মধ্যে নতুন সিনেমার কাজ শুরুর কথা ছিল, কিন্তু এত দিনেও কোনো অগ্রগতি পাওয়া গেল না।’
বুবলীর সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ হওয়ায় যে তীব্র সমালোচনা তৈরি হয়েছে শাকিবকে ঘিরে, সেটি ঢাকতে আবারও তিনি একই পদ্ধতির আশ্রয় নিয়েছেন। ঘোষণা দিয়েছেন, রায়হান রাফীর পরিচালনায় নতুন সিনেমায় অভিনয় ও প্রযোজনা করবেন। তবে শুটিং শুরু না হওয়া পর্যন্ত এই ঘোষণায় আস্থা রাখা যাচ্ছে না। কারণ দীর্ঘদিন ধরে শাকিব নতুন কোনো সিনেমার শুটিং করছেন না, আটকে আছেন ঘোষণাতেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪