মীর রাকিব হাসান
জিয়াউল রোশানের ভীষণ প্রিয় অভিনেতা মোশাররফ করিম। যখন শুনলেন মোশাররফ করিমসহ আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, প্রাণ রায়, ইরেশ যাকেরদের মতো অভিনেতারা থাকছেন এই সিনেমায়, আর নায়িকা হচ্ছেন প্রিয় বন্ধু পরী—সঙ্গে সঙ্গেই সম্মতি জানিয়ে দিলেন। রোশান বলেন, ‘যাঁদের দেখে অভিনয় শিখি, মোশাররফ ভাই তাঁদের অন্যতম। যখন প্রস্তাব এল ভাবলাম, এমন বড় বড় অভিনয়শিল্পীকে পরিচালক যখন কনভেন্স করতে পেরেছেন গল্পের জোরে, সেখানে আমারও অবশ্যই থাকা উচিত। শুটিং শেষে গভীর রাত পর্যন্ত মোশাররফ ভাই, পাভেল ভাইদের সঙ্গে আড্ডা দিতাম। আমি, পরী মুগ্ধ হয়ে তাঁদের কথা শুনতাম। এই সিনেমা আমাদের শেখার ঝুঁলিতে অনেক কিছু যোগ করেছে।’
পরিচালক ইফতেখার শুভর এটা প্রথম সিনেমা। তিনি বলেন, ‘গল্পটা সবার খুব ভালো লেগেছে। মোশাররফ ভাইকে জিজ্ঞাসাও করেছি, আপনি তো সিনেমা খুবই বেছে বেছে করেন। আমার এই সিনেমা করতে রাজি হওয়ার কারণ কী ছিল? তিনি বলেছেন, তোমার গল্পটা পছন্দ হয়েছে। আমার কী চরিত্র, তার চেয়ে কোনো একটা ভালো গল্পের অংশ হতে পেরেছি সেটাই বড় কথা।’
২০১৯-২০ সরকারি অনুদানের এই সিনেমার গল্পও লিখেছেন নির্মাতা ইফতেখার শুভ। তাঁর ‘পেজ নম্বর ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুখোশ’। সহপ্রযোজনা করেছে ব্যাচেলর ডট কম। সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলা, পদ্মার চর ও সাভারে হয়েছে শুটিং। মুখোশের আড়ালে আসলে কে আছেন? পরিচালক জানালেন, এর প্রধান চরিত্র ইব্রাহিম খালেদি। ট্রেলারে লেখক চরিত্রের ইব্রাহিম খালেদির সন্ধান মিললেও থাকবে আরও অনেক শেড।
এই ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁকে ঘিরেই যত রহস্য। ‘মুখোশ’-এর অন্য দুটি প্রধান চরিত্রে আছেন জিয়াউল রোশান ও পরীমণি।
রোশান অভিনয় করেছেন একজন নায়কের ভূমিকায়। পরীমণি আছেন ক্রাইম রিপোর্টার সোহানা চরিত্রে।
মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে পরী বলেন, ‘মোশাররফ ভাই আমার দেশি লোক। মানে বরিশালের। যখন শুটিং শুরু করি, তখনই একটা ছবি ফেসবুকে আপ করেছিলাম। ক্যাপশন দিয়েছিলাম দেশি। আমরা প্লেন থেকে প্রথম দিন যখন নামলাম, একই গাড়িতে শুটিং স্পটে গেলাম। সেই সময় মোশাররফ ভাই আমাদের সঙ্গে এমনভাবে আড্ডা দিয়েছেন যে ক্যামেরার সামনে গিয়ে একদমই ভয় লাগেনি বা ওই ফিলটা আসেনি যে এত বড় এক অভিনেতার সামনে সংলাপ দিচ্ছি বা সেই ভয়টা কাজ করেনি। তিনি সেই কমফোর্ট জোনটা আগেই তৈরি করে দিয়েছেন।’
মোশাররফ করিম বলেন, ‘সিনেমাটি করে আমি তৃপ্ত হয়েছি। গল্পটি বেশ ভালো, এই গল্পের কারণেই দর্শক সিনেমাটি দেখবেন। আমি ভীষণ আশাবাদী, আশা করি সবার ভালো লাগবে।’
জিয়াউল রোশানের ভীষণ প্রিয় অভিনেতা মোশাররফ করিম। যখন শুনলেন মোশাররফ করিমসহ আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, প্রাণ রায়, ইরেশ যাকেরদের মতো অভিনেতারা থাকছেন এই সিনেমায়, আর নায়িকা হচ্ছেন প্রিয় বন্ধু পরী—সঙ্গে সঙ্গেই সম্মতি জানিয়ে দিলেন। রোশান বলেন, ‘যাঁদের দেখে অভিনয় শিখি, মোশাররফ ভাই তাঁদের অন্যতম। যখন প্রস্তাব এল ভাবলাম, এমন বড় বড় অভিনয়শিল্পীকে পরিচালক যখন কনভেন্স করতে পেরেছেন গল্পের জোরে, সেখানে আমারও অবশ্যই থাকা উচিত। শুটিং শেষে গভীর রাত পর্যন্ত মোশাররফ ভাই, পাভেল ভাইদের সঙ্গে আড্ডা দিতাম। আমি, পরী মুগ্ধ হয়ে তাঁদের কথা শুনতাম। এই সিনেমা আমাদের শেখার ঝুঁলিতে অনেক কিছু যোগ করেছে।’
পরিচালক ইফতেখার শুভর এটা প্রথম সিনেমা। তিনি বলেন, ‘গল্পটা সবার খুব ভালো লেগেছে। মোশাররফ ভাইকে জিজ্ঞাসাও করেছি, আপনি তো সিনেমা খুবই বেছে বেছে করেন। আমার এই সিনেমা করতে রাজি হওয়ার কারণ কী ছিল? তিনি বলেছেন, তোমার গল্পটা পছন্দ হয়েছে। আমার কী চরিত্র, তার চেয়ে কোনো একটা ভালো গল্পের অংশ হতে পেরেছি সেটাই বড় কথা।’
২০১৯-২০ সরকারি অনুদানের এই সিনেমার গল্পও লিখেছেন নির্মাতা ইফতেখার শুভ। তাঁর ‘পেজ নম্বর ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুখোশ’। সহপ্রযোজনা করেছে ব্যাচেলর ডট কম। সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলা, পদ্মার চর ও সাভারে হয়েছে শুটিং। মুখোশের আড়ালে আসলে কে আছেন? পরিচালক জানালেন, এর প্রধান চরিত্র ইব্রাহিম খালেদি। ট্রেলারে লেখক চরিত্রের ইব্রাহিম খালেদির সন্ধান মিললেও থাকবে আরও অনেক শেড।
এই ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁকে ঘিরেই যত রহস্য। ‘মুখোশ’-এর অন্য দুটি প্রধান চরিত্রে আছেন জিয়াউল রোশান ও পরীমণি।
রোশান অভিনয় করেছেন একজন নায়কের ভূমিকায়। পরীমণি আছেন ক্রাইম রিপোর্টার সোহানা চরিত্রে।
মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে পরী বলেন, ‘মোশাররফ ভাই আমার দেশি লোক। মানে বরিশালের। যখন শুটিং শুরু করি, তখনই একটা ছবি ফেসবুকে আপ করেছিলাম। ক্যাপশন দিয়েছিলাম দেশি। আমরা প্লেন থেকে প্রথম দিন যখন নামলাম, একই গাড়িতে শুটিং স্পটে গেলাম। সেই সময় মোশাররফ ভাই আমাদের সঙ্গে এমনভাবে আড্ডা দিয়েছেন যে ক্যামেরার সামনে গিয়ে একদমই ভয় লাগেনি বা ওই ফিলটা আসেনি যে এত বড় এক অভিনেতার সামনে সংলাপ দিচ্ছি বা সেই ভয়টা কাজ করেনি। তিনি সেই কমফোর্ট জোনটা আগেই তৈরি করে দিয়েছেন।’
মোশাররফ করিম বলেন, ‘সিনেমাটি করে আমি তৃপ্ত হয়েছি। গল্পটি বেশ ভালো, এই গল্পের কারণেই দর্শক সিনেমাটি দেখবেন। আমি ভীষণ আশাবাদী, আশা করি সবার ভালো লাগবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫