Ajker Patrika

গঙ্গাচড়ায় ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ২৩
গঙ্গাচড়ায় ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর

গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত বুধবার ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে দেশের ৮৪০ ইউপিতে ভোট হবে। এর মধ্যে রয়েছে গঙ্গাচড়া উপজেলার ৯টি। ইউনিয়নগুলো হচ্ছে বেতগাড়ী, কোলকোন্দ, বড়বিল, গঙ্গাচড়া, লক্ষ্মীটারী, গজঘণ্টা, মর্ণেয়া, আলমবিদিতর ও নোহালী। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, যাচাই-বাছাই ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

এদিকে, গঙ্গাচড়ায় সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছেন। তফসিল ঘোষণার পর তাঁরা সমর্থকদের সঙ্গে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, আমরা যোগ্য প্রার্থীদের তালিকা করে জেলা ও কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছি। যোগ্য প্রার্থীরাই দলীয় মনোনয়ন পাবেন। সাধারণ ভোটারেরা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহ. আইনুল হক আজকের পত্রিকাকে বলেন, কোনো ভোটকেন্দ্র পরিবর্তন হয়নি। তবে একটি ভোট কেন্দ্র অস্থায়ীভাবে উপজেলা পরিষদ ডাক বাংলোতে নেওয়া হয়েছিল। এবার সেটিকে সরিয়ে স্থায়ীভাবে গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত