Ajker Patrika

বীর মুক্তিযোদ্ধার পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ৫২
বীর মুক্তিযোদ্ধার পরিবারকে  অবরুদ্ধ করে রাখার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে বাড়ির রাস্তায় দেয়াল তুলে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় দলিল লেখক আব্দুল জব্বারের বিরুদ্ধে। ১৫ দিন ধরে পরিবারটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার টেপিরবাড়ী এলাকায়। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান পাননি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন।

জানা যায়, সাত বছর আগে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে মেয়ের জন্য একটি বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণের সময় তাঁর বাড়ি এবং গ্রামের ২০টি পরিবারের জন্য ৮ ফুট প্রশস্ত একটি রাস্তা রাখা হয়। ওই সময় মালিক রাস্তার জন্য জমি দেন। এরপর টাকা না দিলে রাস্তায় চলাচল করতে দেবেন না বলে জানান আব্দুল জব্বার। চলাচলকারীরা রাস্তার জন্য কয়েক দফায় আব্দুল জব্বারকে টাকা দেন। এরপর বিভিন্ন অজুহাতে বারবার চাঁদা চান আব্দুল জব্বার। এর প্রতিবাদ করেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন। এরপরই তাঁদের প্রবেশের রাস্তায় দেয়াল তুলে দেন জব্বার। অবরুদ্ধ হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধার পরিবার।

মফিজ উদ্দিন বলেন, ‘পৌরসভা থেকে অনুমোদন নিয়ে আমরা বাড়ি নির্মাণ করি। নির্মাণের সময় জমির মালিক রাস্তাটি দেন চলাচলের জন্য। কেউ বাধা দেননি। পরে আব্দুল জব্বার টাকা দাবি করলে চলাচলের জন্য কয়েক দফা টাকা দিয়েছি। প্রতিবছর তাঁদের চাহিদামতো টাকা না দেওয়ায় রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও তো কারও সহায়তা পাচ্ছি না। সবার কাছেই আবেদন করছি, একজন আরেকজনকে দেখায়, এটা কেমন আচরণ।’

মেয়ে মারুফা আক্তার মিলি বলেন, ‘রাতে দেয়াল তুলে রাস্তা বন্ধ করে দেওয়ায় বাড়ি থেকে বের হতে পারছি না। অর্ধকোটি টাকা খরচ করে বাড়ি করে এখন আমরা নিঃস্ব। দেনাও রয়েছে।’

অভিযুক্ত আব্দুল জব্বার বলেন, ‘ওই নারী আমার কাছ থেকে কোনো জমি কেনেননি। আমার জমির সীমানা নির্ধারণ করে আমি দেয়াল তুলে দিয়েছি। আর এ রাস্তা দিয়ে শুধু আমাদের লোকজনই চলাচল করবে।’

এ বিষয়ে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আজগর বলেন, ‘বিষয়টি খুবই অমানবিক। রাস্তা থাকে মানুষের চলাচলের জন্য। এখানে রাস্তায় দেয়াল তুলে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা খুবই নিন্দনীয় ঘটনা। আমরা বিষয়টি নিয়ে একাধিকবার দেয়াল অপসারণের জন্য বলেছি, চেষ্টা করেছি; কিন্তু আমাদের কথা কেউ শুনছেন না। প্রশাসনিকভাবে বিষয়টি সমাধান হওয়া প্রয়োজন।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। রাস্তাটি খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা তাঁর মেয়েকে নিয়ে আমার কাছে এসেছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখতে বলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত