Ajker Patrika

শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২: ২৯
শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা সদর ও বিভিন্ন উপজেলায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এ ছাড়া গতকাল শনিবার আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা আয়োজনে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

টাঙ্গাইল: দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ডন মো. ফরহাদ হোসেন, সহউপাচার্য অধ্যাপক ডন আর এম সালমান, ট্রেজারার ডন মো. সিরাজুল ইসলামকে নিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয় ৭১ এর পাদদেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

ধনবাড়ী: নওয়াব ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হজরত আলী প্রমুখ।

নাগরপুর: ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, নাগরপুর প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্যরেডে অংশ নেন।

বাসাইল: বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সোহেল, বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলা সাবেক ছাত্রনেতা টিপু, সাবেক ছাত্র নেতা মো. আশরাফুল ইসলাম বিটু, ডা. রাকিব শাহীন খান, খোরশেদ আলম প্রমুখ।

ভূঞাপুর: কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, হাসপাতাল, এতিমখানা ও থানায় খাবার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা। পরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল-কলেজ ও পুলিশ প্রশাসনের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ঘাটাইল: দিবসটি উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিশু কিশোরদের কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দোয়া ও আলোচনা সভা। উপজেলা প্রশাসন আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আতাউর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইমলাম, পৌরসভার মেয়র আব্দুর রশিদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, ঘাটাইল থানার ওসি মো. আজাহারুল ইসলাম সরকার প্রমুখ।

মধুপুর: শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বিভিন্ন প্রতিষ্ঠানের শারীরিক কশরত প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে রাণি ভবানী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ অনুষ্ঠানমালা বাস্তবায়িত হয়। সকাল সাতটায় মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ও ইউএনও শামীমা ইয়াসমিনের নেতৃত্বে মধুপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য দেওয়া হয়।

সখীপুর: দিবসটি উপলক্ষে শনিবার ভোরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোকিলা পাবর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনীতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে উপজেলা পরিষদ মাঠে কোরআন তেলাওয়াত, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত