Ajker Patrika

স্কুলজীবনের কথা মনে পড়ল অপূর্বর

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৭: ২২
স্কুলজীবনের কথা মনে পড়ল অপূর্বর

গত ২ সেপ্টেম্বর বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। বিয়ের পর লম্বা বিরতিতে গিয়েছিলেন এই অভিনেতা। এক-দুই সপ্তাহ নয়, টানা প্রায় দুই মাস! নতুন জীবন গোছাতে এবং পরিবারকে সময় দিতেই এই বিরতি। বিরতি কাটিয়ে এবার শুটিংয়ে ফিরলেন অপূর্ব।

গতকাল বৃহস্পতিবার থেকে অপূর্ব অংশ নিয়েছেন ‘লাভ এন্ড ওয়ার’ নাটকের শুটিংয়ে। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। অপূর্বর বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ।

দুই মাসের শুটিং বিরতি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নাটকের শুটিংয়ে প্রায় সারা বছরই ব্যস্ত থাকতে হয়। চাইলেও ছুটি নেওয়া সম্ভব হয় না। নিজের একটু বিশ্রাম এবং পরিবারকে সময় দেওয়ার জন্য এ বিরতিটা দরকার ছিল। রিফ্রেশ মাইন্ডে নতুন করে কাজ শুরু করতে পারছি। তবে অনেক দিন পর কাজে ফেরার কারণে ভিন্ন এক অনুভূতি হচ্ছে। আমার স্কুলজীবনের কথা মনে পড়ছে খুব। মনে হচ্ছে যেন প্রথম দিন পরীক্ষা দিতে বসেছি। ভালো লাগছে আবারও সেই ঘর আর প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে।’

বিয়ের পর অপূর্বর প্রথম শুটিং। পুরো ইউনিট তাঁকে বরণ করেছে ফুলেল শুভেচ্ছায়। ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে অপূর্বকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছেন পরিচালক সৈয়দ শাকিল।

গত আগস্ট মাসের শেষের দিকে সবশেষ শুটিং করেছিলেন অপূর্ব। এরপর ২ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন শাম্মা দেওয়ানকে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত