Ajker Patrika

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ফাঁকা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ২০
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে  ফাঁকা

দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষজনের চলাচলের জন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ রাজধানী ঢাকায় যাওয়া-আসা করে থাকে। কিন্তু জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক সমিতির ডাকে চলা ধর্মঘটের তৃতীয় দিনে মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ফাঁকা ছিল।

গতকাল রোববার দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় যানবাহন, পণ্যবাহী ট্রাক ও মানুষজনকে চলাচল করতে দেখা যায়নি। এ ছাড়া এক্সপ্রেসওয়েতে মানুষজনের চলাচলও তেমন ছিল না। এক্সপ্রেসওয়ে ছিল একদম ফাঁকা। শুধু কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া কিছু পিকআপভ্যান, সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার মাধ্যমে গুরুত্বপূর্ণ দরকারে অনেকে বেশি টাকা দিয়ে চলাচল করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, ‘যেখানে আসা-যাওয়ার ভাড়া ছিল মাত্র ৮০ টাকা, সেখানে খরচ হয়েছে ৩০০ টাকার উপরে। এতে করে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

সিরাজদিখান পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (নির্বাহী প্রধান) আব্দুল খালেক সিকদার বলেন, ‘বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি সুরাহা না করায় এ কর্মবিরতি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত