Ajker Patrika

রটারড্যাম উৎসবে ঢাকার দুই সিনেমা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০৮: ৩৭
রটারড্যাম উৎসবে ঢাকার দুই সিনেমা

রটারড্যাম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে ঢাকার দুই সিনেমা। একটি নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’, অন্যটি ঋতু সাত্তারের ‘শবনম’।

এ প্রসঙ্গে নুহাশ ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইউরোপের অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে ‘পেট কাটা ষ’ অফিশিয়াল সিলেকশন পেয়েছে এবং সেখানে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। আমাদের বাংলা ভূতের অসাধারণ নির্মাণশৈলীর গল্পগুলো এরই মধ্য অগণিত আন্তর্জাতিক দর্শকের মন ছুঁয়েছে।’

নুহাশ আরও বলেন, ‘প্রথমবারের মতো কোনো বাংলা ওটিটি প্ল্যাটফর্মের জন্যও রটারড্যাম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশন একটি ইতিহাস সৃষ্টি করল। এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি সম্মানজনক অধ্যায়। অভিনন্দন জানাতে চাই এই কাজটির সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী, প্রযোজকসহ সবাইকে।’

 ‘পেট কাটা ষ’-তে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, নভেরা রহমান প্রমুখ।

অন্যদিকে নির্মাতা ঋতু সাত্তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘যাঁরা এতদিন ধরে আমাকে উৎসাহ দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। যাঁরা আমাকে সঠিক পরামর্শ ও উপদেশ দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’

শিগগিরই ‘শবনম’ সিনেমাটি ট্রেলার প্রকাশ করবেন বলে জানিয়েছেন নির্মাতা ঋতু। আগামী ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের রটারডাম চলচ্চিত্র উৎসব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত