Ajker Patrika

নিত্যপণ্যের দাম কমানোর দাবি

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫: ০১
নিত্যপণ্যের দাম কমানোর দাবি

গ্যাসের দাম বৃদ্ধি না করা ও চাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের চৌরঙ্গী মোড় এলাকার জেলা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্যসচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য দেন গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ, বামপন্থী নেতা বীরেন বিশ্বাস।

গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী বলেন নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। প্রতি কেজি মোটা চাল ৫০ থেকে ৫২ টাকা, মোটা দানার মসুর ডাল ৯৫ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা। এভাবে প্রতিটি খাদ্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। এর আগে নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ডিজেল লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়। সঙ্গে সঙ্গে পরিবহন মালিকেরা পরিবহন ধর্মঘট করে জনগণকে জিম্মি করে বাস ভাড়া ২৭ শতাংশ বাড়িয়ে নেওয়া হয়েছে।

সদস্যসচিব প্রকৌশলী (বুয়েট) শম্পা বসু তাঁর বক্তব্য বলেন, এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে কিন্তু আমাদের দেশে দাম সমন্বয় করা হচ্ছে না। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা চলছে। এমনিতেই সমস্ত দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের নাভিশ্বাস উঠেছে আবার এই গ্যাসের দাম বৃদ্ধির অপচেষ্টা! করোনায় নতুন করে তিন কোটি ৪২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। এ অবস্থায় অবিলম্বে শ্রমজীবী মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করার দাবি জানান তিনি।

এ ছাড়া সিন্ডিকেট করে যেসব অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়াচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করার দাবি জানান সমাবেশের অংশ নেওয়া অন্যান্য নেতারা।

এতে গনকমিটির নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত