Ajker Patrika

বৃষ্টির ঝাপটায় খুচরা সবজির দাম দ্বিগুণ

নীলফামারী ও গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪১
বৃষ্টির ঝাপটায় খুচরা সবজির দাম দ্বিগুণ

টানা দুই দিনের বৃষ্টির ঝাপটা লেগেছে সবজির বাজারে। নীলফামারী ও গাইবান্ধার খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। হঠাৎ সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে—এমনটিই জানান খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। অন্যদিকে, সরবরাহ বাড়লে সবজির দাম আবারও কমে আসবে বলে জানান সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী। তিনি জানান, বৃষ্টির কারণে দুই দিন ধরে আড়তগুলোতে বিভিন্ন সবজি ও দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে।

বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়তে দেশি পেঁয়াজসহ শীতকালীন সবজির সরবরাহ একেবারে কম। ফলে তিন দিন আগের দামের চেয়ে কেজিতে প্রতিটি সবজি দেড় থেকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এতে সবজি কিনতে এসে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

গতকাল রোববার নীলফামারীর খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, মুলা ২৫ টাকা, বেগুণ ৫০ টাকা, মটরশুঁটি ১০০ টাকা, গাজর ২৫ টাকা এবং দেড় গুণ দামে বিক্রি হচ্ছে শিম ৬০ টাকা, পেঁপে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

গাইবান্ধার বাজারে কেজিপ্রতি বেগুন ৪৫-৫০ টাকা, শিম ৪০ টাকা, ফুলকপি ৩০ টাকা, আলু ১৫ টাকা, টমেটো ৩৫-৪০ টাকা, গাজর ২০ টাকা, ক্ষীরা ৪০ টাকা। অথচ কয়েক দিন আগে এসব শাক-সবজির দাম অনেকটাই কম ছিল।

নীলফামারীর বাজারে সবজি কিনতে আসা অটোচালক মাসুম আহমেদ জানান, ‘তিন দিন আগে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি, কিন্তু আজকে ৩৫ টাকায় কিনতে হলো। সবজির দামও চড়া। দুই দিন বৃষ্টির কারণে আয়-রোজগার নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত