Ajker Patrika

৮ কিমি সড়ক সংস্কার হয় না ১০ বছর

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৫: ৩৮
৮ কিমি সড়ক সংস্কার হয় না ১০ বছর

নরসিংদী সদর উপজেলার শীলমান্দি থেকে বাবুরহাট ও নতুন বাজার সড়ক বেহাল। পিচ-খোয়া উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এর ওপর দিয়ে হেলেদুলে ঝুঁকি নিয়ে চলে যানবাহন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এই দুই সড়কের সংস্কার হয় না। তাই ভোগান্তিতে পড়ছেন কাপড়ের জন্য বিখ্যাত দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার বাবুরহাটের সঙ্গে যোগাযোগের প্রধান এই দুই সড়ক চলাচল করা যাত্রীরা। খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নসহ পার্শ্ববর্তী পাঁচদোনা ইউনিয়ন ও আশপাশের এলাকার লক্ষাধিক মানুষের চলাচলের জন্য ২০০৫ সালে এই সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের দুই প্রান্তে রয়েছে দুটি বড় বাজার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, দ্রুত দরপত্র আহ্বানের মাধ্যমে সড়ক দুটি সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত