Ajker Patrika

নবজাতকের চিকিৎসায় স্ক্যানো ইউনিট চালু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১২: ৫৬
নবজাতকের চিকিৎসায় স্ক্যানো ইউনিট চালু

ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকদের চিকিৎসায় স্ক্যানো ইউনিট চালু করা হয়েছে। গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ স্ক্যানো ইউনিট চালু করা হয়। কম ওজন নিয়ে ভূমিষ্ঠ হওয়া নবজাতক এবং ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত নবজাতকদের সুচিকিৎসা নিশ্চিতে এটি গুরুত্বপূর্ণ।

গতকাল সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি থেকে ইউনিটটির উদ্বোধন করেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সাংসদ উম্মে ফাতেমা বেগম শিউলী আজাদ, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আবু সাঈদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা. মো. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী বলেন, এই ইউনিটটি চালু হওয়ার ফলে ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকদের সুচিকিৎসা অনেকাংশে নিশ্চিত হবে। মানুষকে এই বিষয়ে আর ঢাকামুখী হতে হবে না। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত