আজকের পত্রিকা ডেস্ক
কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আজ রোববার। এ উপলক্ষে ইউপিগুলোতে প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। তবে সদর উপজেলার ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়ন থেকে ককটেল উদ্ধারসহ আরও কয়েকটি ঘটনা উদ্বেগ তৈরি করেছে। এদিকে ইউপিগুলোতে ১ হাজার ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠে কাজ করছে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চৌদ্দগ্রামের ১২টি ইউপিতে ২ লাখ ৯১ হাজার ৬১৯ জন ভোটার রয়েছেন। ভোটকেন্দ্রের সংখ্যা ১১৯টি। প্রতিটি কেন্দ্রে আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এই উপজেলায় ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন অতিরিক্ত জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন।
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি জানান, উপজেলার আটটি ইউপির মধ্যে একটি ইউপির ১০টি কেন্দ্রে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. বুলবুল আহম্মেদ বলেন, ‘গতকাল শনিবার থেকে প্রতিটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হয়েছে। আটটি ইউপির ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৪ নম্বর শশীদল ইউপিতে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। বাকি ৬৮টি কেন্দ্রে সব ধরনের সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে ব্যালট পেপার নির্বাচনের দিন ভোরে পাঠানো হবে। আশা করি, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করতে পারবেন।’
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেহেল রানা বলেন, ‘৭৮টি কেন্দ্রে ৩ হাজার স্টিকার ও ৭৮টি ব্যানার লাগানো হয়েছে। যাতে করে আইন প্রয়োগকারীদের আইন প্রয়োগ সহজ হয় এবং জনমনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রতিপালিত আচরণবিধি নিয়ে ধারণা তৈরি হয়। এ ছাড়া নির্বাচনী এপসে কর্মকর্তাদের যোগাযোগ, প্রতিটি কেন্দ্রে স্বয়ংক্রিয় গুগল লিংক, প্রতিটি কেন্দ্রের সংঘর্ষের ইতিহাস, কেন্দ্রের ঝুঁকির প্রোফাইল থাকবে।’
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে কাজ করছেন।’
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী রয়েছে। ১৩৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ভোট গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে প্রশাসন মাঠে তৎপর রয়েছে। আশা করি, একটি অবাধ ও সহিংসতামুক্ত ভোট হবে।’
কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আজ রোববার। এ উপলক্ষে ইউপিগুলোতে প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। তবে সদর উপজেলার ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়ন থেকে ককটেল উদ্ধারসহ আরও কয়েকটি ঘটনা উদ্বেগ তৈরি করেছে। এদিকে ইউপিগুলোতে ১ হাজার ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠে কাজ করছে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চৌদ্দগ্রামের ১২টি ইউপিতে ২ লাখ ৯১ হাজার ৬১৯ জন ভোটার রয়েছেন। ভোটকেন্দ্রের সংখ্যা ১১৯টি। প্রতিটি কেন্দ্রে আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এই উপজেলায় ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন অতিরিক্ত জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন।
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি জানান, উপজেলার আটটি ইউপির মধ্যে একটি ইউপির ১০টি কেন্দ্রে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. বুলবুল আহম্মেদ বলেন, ‘গতকাল শনিবার থেকে প্রতিটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হয়েছে। আটটি ইউপির ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৪ নম্বর শশীদল ইউপিতে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। বাকি ৬৮টি কেন্দ্রে সব ধরনের সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে ব্যালট পেপার নির্বাচনের দিন ভোরে পাঠানো হবে। আশা করি, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করতে পারবেন।’
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেহেল রানা বলেন, ‘৭৮টি কেন্দ্রে ৩ হাজার স্টিকার ও ৭৮টি ব্যানার লাগানো হয়েছে। যাতে করে আইন প্রয়োগকারীদের আইন প্রয়োগ সহজ হয় এবং জনমনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রতিপালিত আচরণবিধি নিয়ে ধারণা তৈরি হয়। এ ছাড়া নির্বাচনী এপসে কর্মকর্তাদের যোগাযোগ, প্রতিটি কেন্দ্রে স্বয়ংক্রিয় গুগল লিংক, প্রতিটি কেন্দ্রের সংঘর্ষের ইতিহাস, কেন্দ্রের ঝুঁকির প্রোফাইল থাকবে।’
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে কাজ করছেন।’
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী রয়েছে। ১৩৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ভোট গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে প্রশাসন মাঠে তৎপর রয়েছে। আশা করি, একটি অবাধ ও সহিংসতামুক্ত ভোট হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪