Ajker Patrika

সন্তানের ছবি দেখিয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন রাসেল

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ৩৩
সন্তানের ছবি দেখিয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন রাসেল

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র মোটরসাইকেল চালক রাসেল হোসেনকে হত্যার দুই মাস পর রহস্য উদ্‌ঘাটন করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ।

গত শনিবার সন্ধ্যায় হত্যার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার মূল রহস্য বেরিয়ে আসে। তাঁরা মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা থেকে রাসেলকে হত্যা করেন।

মৃত্যুর আগে রাসেল তাঁর মেয়ের ছবি দেখিয়ে জীবন ভিক্ষা চাইলেও ঘাতকেরা তাঁকে ছুরিকাঘাতে মেরে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এমনটিই প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের ডেপার মাঠের ধান খেত থেকে পৌরসভার সাবদিয়া গ্রামের মাজিদ মোড়লের ছেলে রাসেল হোসেনের (২৬) লাশ উদ্ধার করে থানা পুলিশ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতো ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। রাসেল বিবাহিত ও এক মেয়ের বাবা।

রাসেল হোসেন গত ১৬ আগস্ট বিকেলে ভাড়ায় মোটরসাইকেল চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। পর দিন চিংড়া ডেপার মাঠে তাঁর মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনায় মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। গত শনিবার মাসুদ হোসেন (১৯) ও অহিদ হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার এসব তথ্য জানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত