Ajker Patrika

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ভালো ছিল না

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ১৭
অগ্নিনির্বাপণ ব্যবস্থা ভালো ছিল না

গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নে গত বুধবার রাতে লাগা আগুনে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এএসএম কেমিক্যাল কারখানা কর্তৃপক্ষ। তবে কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ভালো ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো শ্রমিক নিখোঁজ নেই বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট রাত ১২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কারখানায় ব্লিচিং পাউডার উৎপাদনে দাহ্য পদার্থ ব্যবহৃত হয়। ঝুঁকি থাকলেও কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থা ভালো নয়। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ভালো থাকলে আগুন লাগার পর নিয়ন্ত্রণ করতে পারত কর্তৃপক্ষ।

আব্দুল হামিদ মিয়া বলেন, প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন লাগার পর ভয়াবহ রূপ নেয়। আরেকটি প্ল্যান্টে আগুন ছড়িয়ে পড়ার আগেই অনেক রাসায়নিক পণ্য সরিয়ে ফেলা হয়।

এএসএম কেমিক্যালের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আসিবুর রহমান রহমান বলেন, ‘আগুনে কারখানা কোনো যন্ত্রাংশের ৮০ ভাগ পুড়ে গেছে। আবার কোনো মেশিনের ২০ ভাগ পুড়ে গেছে। সব মিলিয়ে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে একই কারখানায় আগুন লাগে। সে ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে তিনজন মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত