Ajker Patrika

সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ১৫
সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকার উপপরিচালক মো. মাইনউদ্দিন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন।

অন্যদের মধ্যে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া ও বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বিনাউটি ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত