মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়ণপুর এলাকার কৃষক মালেক মুন্সী। এ বছর আগাম সবজি চাষে নেমেছেন তিনি। প্রায় দুই মাস আগে কয়েক বিঘা জমিতে চাষ শুরু করেন শীতের বিভিন্ন আগাম সবজি। জমিতে বিভিন্ন সবজির চারা রোপণের পর বেশ সতেজ হয়ে বেড়ে উঠেছিল। ভালো ফলন হয়েছে এবার। কিন্তু খরচের তুলনায় দাম উঠে আসছে না এবার।
ব্যাপক ফলনে তাঁর মুখে হাসি থাকলেও বাজারে এসে সেই হাসি ফিকে হয়ে পড়ছে তাঁর মতো উপজেলার নায়েরগাঁও ও নারায়ণপুর এলাকার অধিকাংশ কৃষকের। ভালো দাম না পেয়ে সবজি চাষের আগ্রহ হারাচ্ছেন তাঁরা।
মতলব পৌরসভার মুন্সীরহাট বাজারের কৃষক আমজাদ হোসেন জানান, শীতকালীন আগাম বিভিন্ন সবজি বাজারে চলে এসেছে। সবজির দামও বেড়েছে। কিন্তু কৃষকেরা দাম পাচ্ছেন না। চাষের খরচের সঙ্গে মিলিয়ে যে দাম পাচ্ছেন তাতে মনে হচ্ছে এবার লাভ তেমন হবে না।
নারায়ণপুর ইউনিয়নের কৃষক মালেক মুন্সী জানান, খুচরা বাজারে দাম বাড়তি থাকলেও পাইকারি বাজারে দাম তেমন বাড়েনি। বেগুন, পটোল, শসা ইত্যাদি পাইকারি বাজারে প্রতি কেজি ৩০-৪০ টাকা, মুলা ও ঢ্যাঁড়স ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগাম সবজি চাষ করে লোকসানে পড়তে হচ্ছে এবার।
খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা পর্যায়ে সবজির দাম দ্বিগুণ হলেও পাইকারি বাজারে কৃষকেরা সবজি বিক্রি করছেন আগের চেয়ে মাত্র ৫-১০ টাকা বেশিতে। কিন্তু এ বছর সারের মূল্য বৃদ্ধিসহ আনুষঙ্গিক খরচে উঠে আসছে না লাভ।
এদিকে, বাজারে আগাম শীতকালীন সবজির দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ভোক্তারাও। বাজারে দাম বাড়লেও কৃষকের কাছে সেই দামের অর্থ পৌঁছাচ্ছে না। কাঁচা বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় বাজারভেদে শাক-সবজির দামের পার্থক্য ২০ থেকে ৩০ টাকা প্রতি কেজিতে। উপজেলার ৩৪টি বাজারের মধ্যে নারায়ণপুর বাজার, নায়েরগাঁও বাজার, পিতাম্বর্দ্দী বাজার, জোরপুল বাজার, মুন্সীরহাট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য মিলেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে, শীতকালীন বিভিন্ন সবজি ইতিমধ্যে বাজারে এলেও পাইকারি বাজারে মুলা, পটোল, করলা, ফুলকপি (ছোট), শসা, ঢ্যাঁড়স, পেঁপের দাম কেজিতে ১৫-২৫ টাকা বেড়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে সবজির দাম কিছুটা কমবে বলে আশা করছেন পাইকাররা।
মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু হানিফ জানান, বৃষ্টির কারণে দুই থেকে তিনবার খেতের সবজি নষ্ট হওয়ায় সবজির দাম এখন কিছুটা বেড়েছে। বাজারে অতিরিক্ত দাম নেওয়ার বিষয়টি আশা করা হচ্ছে ঠিক হয়ে যাবে।
চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়ণপুর এলাকার কৃষক মালেক মুন্সী। এ বছর আগাম সবজি চাষে নেমেছেন তিনি। প্রায় দুই মাস আগে কয়েক বিঘা জমিতে চাষ শুরু করেন শীতের বিভিন্ন আগাম সবজি। জমিতে বিভিন্ন সবজির চারা রোপণের পর বেশ সতেজ হয়ে বেড়ে উঠেছিল। ভালো ফলন হয়েছে এবার। কিন্তু খরচের তুলনায় দাম উঠে আসছে না এবার।
ব্যাপক ফলনে তাঁর মুখে হাসি থাকলেও বাজারে এসে সেই হাসি ফিকে হয়ে পড়ছে তাঁর মতো উপজেলার নায়েরগাঁও ও নারায়ণপুর এলাকার অধিকাংশ কৃষকের। ভালো দাম না পেয়ে সবজি চাষের আগ্রহ হারাচ্ছেন তাঁরা।
মতলব পৌরসভার মুন্সীরহাট বাজারের কৃষক আমজাদ হোসেন জানান, শীতকালীন আগাম বিভিন্ন সবজি বাজারে চলে এসেছে। সবজির দামও বেড়েছে। কিন্তু কৃষকেরা দাম পাচ্ছেন না। চাষের খরচের সঙ্গে মিলিয়ে যে দাম পাচ্ছেন তাতে মনে হচ্ছে এবার লাভ তেমন হবে না।
নারায়ণপুর ইউনিয়নের কৃষক মালেক মুন্সী জানান, খুচরা বাজারে দাম বাড়তি থাকলেও পাইকারি বাজারে দাম তেমন বাড়েনি। বেগুন, পটোল, শসা ইত্যাদি পাইকারি বাজারে প্রতি কেজি ৩০-৪০ টাকা, মুলা ও ঢ্যাঁড়স ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগাম সবজি চাষ করে লোকসানে পড়তে হচ্ছে এবার।
খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা পর্যায়ে সবজির দাম দ্বিগুণ হলেও পাইকারি বাজারে কৃষকেরা সবজি বিক্রি করছেন আগের চেয়ে মাত্র ৫-১০ টাকা বেশিতে। কিন্তু এ বছর সারের মূল্য বৃদ্ধিসহ আনুষঙ্গিক খরচে উঠে আসছে না লাভ।
এদিকে, বাজারে আগাম শীতকালীন সবজির দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ভোক্তারাও। বাজারে দাম বাড়লেও কৃষকের কাছে সেই দামের অর্থ পৌঁছাচ্ছে না। কাঁচা বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় বাজারভেদে শাক-সবজির দামের পার্থক্য ২০ থেকে ৩০ টাকা প্রতি কেজিতে। উপজেলার ৩৪টি বাজারের মধ্যে নারায়ণপুর বাজার, নায়েরগাঁও বাজার, পিতাম্বর্দ্দী বাজার, জোরপুল বাজার, মুন্সীরহাট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য মিলেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে, শীতকালীন বিভিন্ন সবজি ইতিমধ্যে বাজারে এলেও পাইকারি বাজারে মুলা, পটোল, করলা, ফুলকপি (ছোট), শসা, ঢ্যাঁড়স, পেঁপের দাম কেজিতে ১৫-২৫ টাকা বেড়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে সবজির দাম কিছুটা কমবে বলে আশা করছেন পাইকাররা।
মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু হানিফ জানান, বৃষ্টির কারণে দুই থেকে তিনবার খেতের সবজি নষ্ট হওয়ায় সবজির দাম এখন কিছুটা বেড়েছে। বাজারে অতিরিক্ত দাম নেওয়ার বিষয়টি আশা করা হচ্ছে ঠিক হয়ে যাবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪