Ajker Patrika

লোকসানে আগাম সবজি

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৪: ৩০
লোকসানে আগাম সবজি

চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়ণপুর এলাকার কৃষক মালেক মুন্সী। এ বছর আগাম সবজি চাষে নেমেছেন তিনি। প্রায় দুই মাস আগে কয়েক বিঘা জমিতে চাষ শুরু করেন শীতের বিভিন্ন আগাম সবজি। জমিতে বিভিন্ন সবজির চারা রোপণের পর বেশ সতেজ হয়ে বেড়ে উঠেছিল। ভালো ফলন হয়েছে এবার। কিন্তু খরচের তুলনায় দাম উঠে আসছে না এবার।

ব্যাপক ফলনে তাঁর মুখে হাসি থাকলেও বাজারে এসে সেই হাসি ফিকে হয়ে পড়ছে তাঁর মতো উপজেলার নায়েরগাঁও ও নারায়ণপুর এলাকার অধিকাংশ কৃষকের। ভালো দাম না পেয়ে সবজি চাষের আগ্রহ হারাচ্ছেন তাঁরা।

মতলব পৌরসভার মুন্সীরহাট বাজারের কৃষক আমজাদ হোসেন জানান, শীতকালীন আগাম বিভিন্ন সবজি বাজারে চলে এসেছে। সবজির দামও বেড়েছে। কিন্তু কৃষকেরা দাম পাচ্ছেন না। চাষের খরচের সঙ্গে মিলিয়ে যে দাম পাচ্ছেন তাতে মনে হচ্ছে এবার লাভ তেমন হবে না।

নারায়ণপুর ইউনিয়নের কৃষক মালেক মুন্সী জানান, খুচরা বাজারে দাম বাড়তি থাকলেও পাইকারি বাজারে দাম তেমন বাড়েনি। বেগুন, পটোল, শসা ইত্যাদি পাইকারি বাজারে প্রতি কেজি ৩০-৪০ টাকা, মুলা ও ঢ্যাঁড়স ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগাম সবজি চাষ করে লোকসানে পড়তে হচ্ছে এবার।

খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা পর্যায়ে সবজির দাম দ্বিগুণ হলেও পাইকারি বাজারে কৃষকেরা সবজি বিক্রি করছেন আগের চেয়ে মাত্র ৫-১০ টাকা বেশিতে। কিন্তু এ বছর সারের মূল্য বৃদ্ধিসহ আনুষঙ্গিক খরচে উঠে আসছে না লাভ।

এদিকে, বাজারে আগাম শীতকালীন সবজির দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ভোক্তারাও। বাজারে দাম বাড়লেও কৃষকের কাছে সেই দামের অর্থ পৌঁছাচ্ছে না। কাঁচা বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় বাজারভেদে শাক-সবজির দামের পার্থক্য ২০ থেকে ৩০ টাকা প্রতি কেজিতে। উপজেলার ৩৪টি বাজারের মধ্যে নারায়ণপুর বাজার, নায়েরগাঁও বাজার, পিতাম্বর্দ্দী বাজার, জোরপুল বাজার, মুন্সীরহাট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য মিলেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে, শীতকালীন বিভিন্ন সবজি ইতিমধ্যে বাজারে এলেও পাইকারি বাজারে মুলা, পটোল, করলা, ফুলকপি (ছোট), শসা, ঢ্যাঁড়স, পেঁপের দাম কেজিতে ১৫-২৫ টাকা বেড়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে সবজির দাম কিছুটা কমবে বলে আশা করছেন পাইকাররা।

মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু হানিফ জানান, বৃষ্টির কারণে দুই থেকে তিনবার খেতের সবজি নষ্ট হওয়ায় সবজির দাম এখন কিছুটা বেড়েছে। বাজারে অতিরিক্ত দাম নেওয়ার বিষয়টি আশা করা হচ্ছে ঠিক হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত