Ajker Patrika

আ.লীগের সম্মেলন আজ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৪৫
আ.লীগের সম্মেলন আজ

দীর্ঘ ১৮ বছর পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বুধবার।

এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। তিনি জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনির। সম্মেলন উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা ও প্রধান বক্তা সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।  

এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং।

কেন্দ্রীয় নেতাদের আগমন ও সম্মেলনের নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ২০০৩ সালে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে সেই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ জন সদস্য মারা গেছেন। নিয়ম অনুযায়ী এ সম্মেলন ২০০৬ সালে হওয়ার কথা ছিল।

সাংগঠনিকভাবে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন, সেই প্রত্যাশার অবসান হবে আজ।

মইলাকান্দা ইউনিয়নের ওয়ার্ড সভাপতি মো. আলী হায়দার বলেন, সম্মেলনকে ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে। কর্মীবান্ধব ও শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলবে, এমন নেতৃত্বই প্রত্যাশা করেন তিনি।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম বলেন, সংসদ সদস্যের সহযোগিতা ও উপজেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘নৌকার আদলে সম্মেলনের মঞ্চ তৈরি করা হয়েছে। সম্মেলন বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের অপেক্ষায় আছি আমরা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত