Ajker Patrika

বিএনপির ১৭০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১১: ৩২
বিএনপির ১৭০   নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার মহান স্বাধীনতা দিবসে উপজেলার আলেকজান্ডার বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এ মামলা করা হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদ পারভেজ বাদী হয়ে শনিবার বিকেলে রামগতি থানায় এ মামলা করেন। আটক জামাল উদ্দিন ও দিদার খন্দকারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়।

আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেন। মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও পৌর কাউন্সিলর দিদার খন্দকারসহ ৫০ জনের নাম উল্লেখ করে আরও ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবসে উপজেলার আলেকজান্ডার বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় প্রায় ৪৫ জন আহত হন।

এই মামলাকে উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত দাবি করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘দ্রুত মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার বিএনপি নেতাদের মুক্তি দিতে হবে। বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করে তাঁরা উল্টো মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দিয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন আজকের পত্রিকা বলেন, সংঘর্ষের ঘটনায় ৫০ জনের নামসহ ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত